কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

করোনা বিপর্যয়ের কারণে বন্ধ রাখা হয়েছিল সাংসদদের এই তহবিল।

Must read

টানা দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল অর্থাৎ এমপি ল্যাড ফান্ড। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা মহামারীর জেরে প্রায় দু’বছর ধরে বন্ধ ছিল সাংসদদের এলাকা উন্নয়ন তহবিলের টাকা।

জানা গিয়েছে, দু’বছর বন্ধ থাকার পর চলতি অর্থবর্ষে সাংসদরা পাবেন ২ কোটি করে টাকা। এরপর আগামী অর্থবর্ষ থেকে আগের মতোই ৫ কোটি করে টাকা সাংসদরা পাবেন উন্নয়ন প্রকল্পে খরচ করার জন্য।

আরও পড়ুন-২৯ নভেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন

এই প্রসঙ্গে তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় জানিয়েছেন, এমপি ল্যাডের টাকা আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত খুবই ভালো। কারণ করোনার জন্য এমনিতেই অনেক জায়গার উন্নয়নের কাজ বন্ধ রাখতে হয়েছে।

সেসব জায়গায় সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা না মেলায় দু’বছর ধরে থমকে ছিল বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের কাজ।

Latest article