রৌনক কুণ্ডু, কোচবিহার: কেন্দ্রের টালবাহানা। কোচবিহারে এখনও নামেনি বেশি আসনের বিমান। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, কোচবিহার বিমানবন্দরের ওপরে অনেকেই নির্ভরশীল। যাত্রীদের চাহিদা আছে৷ মাত্র নয় আসনের বিমান দিয়ে চলছে পরিষেবা৷ আরও বেশি আসনের বিমান দরকার। তবে বেশি আসনের বিমান নামাতে কেন্দ্র সরকারের কোনও উদ্যোগ নেই। জানা গেছে, কোচবিহার বিমানবন্দরের রানওয়ে ১০৬৯ মিটার। তবে এই রানওয়ে আরও বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার।
আরও পড়ুন-কেকেআর সেভাবে যোগাযোগই করেনি, ফাঁস করলেন শ্রেয়স
বিমানবন্দর লাগোয়া মরা তোর্সা নদীতে বক্স কালভার্ট বানিয়ে রানওয়ে বাড়ানোর সিদ্ধান্ত হয়৷ তবে এখন যে রানওয়ে আছে তাতে ১৯ আসনের ছোট বিমান অনায়াসে নামানো সম্ভব। এরপরেও আরও বিমান নামানো নিয়ে টালবাহানা চলছে৷ আদও কবে আরও বেশি আসনের বিমান চলতে পারে তেমন কোনও তথ্য এখনও পর্যন্ত নেই কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে৷ জানা গেছে, বিমানবন্দরের ইস্টার্ন জোনের রিজিওনাল এক্সিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবের সঙ্গে এব্যাপারে কয়েক দফায় দেখা করে আবেদন জানিয়েছেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা৷ এয়ারপোর্ট অথরিটির বিশেষ দল বিমানবন্দর পর্যবেক্ষণে এসেছিল। তবে বিমানবন্দরের লাগোয়া জমিতে রেললাইন থাকায় রানওয়ে চওড়া করতে আশঙ্কা প্রকাশ করে এরপরে আর কাজ এগোয়নি। তবে কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, চিফ সেক্রেটারির নির্দেশে তিনি একাধিকবার বিমানবন্দরের উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন। আরও বেশি আসনের বিমান নামাতে যা সাহায্য প্রয়োজন তা সবরকম ভাবে করতে প্রস্তুত জেলা প্রশাসন।