নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : শেফালি ভার্মারা অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জেতার পর উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। ইতিমধ্যেই বিসিসিআই পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। ব্যতিক্রম নন ভারতের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। এমনকী, শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াও।
আরও পড়ুন-ফুল-মিষ্টি নিয়ে রিচার বাড়ি হাজির শিলিগুড়ির মেয়র
বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে গোটা ভারতীয় দল একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওর শুরুতেই দ্রাবিড় শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘ভারতীয় মহিলা ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ দিন। এই সাফল্য ঐতিহাসিক।’’ এর পরেই দ্রাবিড় মাইক তুলে দেন পৃথ্বী শ-র হাতে। পৃথ্বী নিজেও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন। তিনি বলেন, ‘‘এটা এক অসাধারণ প্রাপ্তি। আমি গোটা দলের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা দুর্দান্ত পারফরম্যান্স করে দেশকে গর্বিত করেছ।’’
আরও পড়ুন-বিশ্বকাপ জিততে এসেছিলাম, সেটা নিয়েই ফিরছি : শেফালি
এখানেই শেষ নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ গঙ্গোপাধ্যায়রাও অভিনন্দন জানিয়েছেন শেফালিদের। বিরাট ট্যুইট করেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন! কী অসাধারণ একটা মুহূর্ত। এই কৃতিত্বের জন্য মেয়েদের অনেক অনেক শুভেচ্ছা।’ রোহিত লিখেছেন, ‘অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন। তোমরা দেশের মুখ উজ্জ্বল করেছ।’ প্রাক্তন বোর্ড সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভের ট্যুইট, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার জন্য মেয়েদের অভিনন্দন। মহিলা ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার এটাই প্রথম ধাপ।’ বীরেন্দ্র শেহবাগ ট্যুইট করেছেন, ‘অভিনন্দন মেয়েরা। দাপুটে পারফরম্যান্সের সাক্ষী রইলাম।’ মেয়েদের সিনিয়র দলের অন্যতম সদস্য স্মৃতি মান্ধানা লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন! এই দলটাকে নিয়ে গর্ব বোধ করছি। এই তো সবে শুরু।’ আরেক মহিলা ক্রিকেট তারকা জেমাইমা রডরিগেজের ট্যুইট, ‘এই সাফল্য বহুদিন মনে থাকবে। অভিনন্দন টিম ইন্ডিয়া।’