রাজ্য পুলিশের বড় সাফল্য, বসিরহাটে উদ্ধার জাল নোট

গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ শনিবার রাতে খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালান।

Must read

রাজ্যে পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) পুলিশ জেলার মাটিয়া থানা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত পলাতক। তবে তাঁর ভাইকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-কোটায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার আগের রাতে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ শনিবার রাতে খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালান। সেখান থেকে ৩৩,৫৬,৩০০ টাকার জাল নোট উদ্ধার করেন তাঁরা। ২০০, ৫০০ ও ২০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। যার বিরুদ্ধে জাল নোট মজুত রাখার অভিযোগ উঠেছে তার খোঁজ না পেলেও তার ভাই আবদুর রেজাকে আটক করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-প্রবন্ধে-গল্পে শিশুসাহিত্য

আপাতত মূল অভিযুক্তের সন্ধান পেতে তৎপর রাজ্য পুলিশ। কীভাবে এই বিপুল পরিমাণ জালনোট এল, কী করে বা সেই জাল নোট ছড়ানোর পরিকল্পনা চলছিল সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অভিযুক্ত কতদিন ধরে এই কাজে যুক্ত সেটাও জানার চেষ্টা চলছে। তবে সব মিলিয়ে এত জালনোট শেষ কবে উদ্ধার হয়েছিল সেটা মনেই করতে পারছেন না পুলিশ।

Latest article