ওবিসি মামলায় বিরাট জয়: স্থগিত হাইকোর্টের নির্দেশ, বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির

Must read

প্রতিবেদন : রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তের উপর আদালত হস্তক্ষেপ করতে পারে না! সোমবার ওবিসি (OBC) মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে চূড়ান্ত বিস্ময় প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। প্রাথমিকভাবে এই রায়কে ভুল বলে পর্যবেক্ষণ করে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এই মামলা ফের হাইকোর্টে ফেরত পাঠিয়ে নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা নির্দেশ করে দিলেন বিচারপতি।
এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, হাইকোর্টের বিচারপতিকে আলাদা বেঞ্চ গঠন করে মামলাটি শুনতে হবে। সেক্ষেত্রে জুন মাসের সরকারি নির্দেশ মেনেই কাজ হবে বলে স্পষ্ট করে দেওয়া হয়। রাজ্যের পক্ষে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ-বিষয়টি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন। সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি (OBC) মামলায় প্রথমেই প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি অনভি অঞ্জারিয়ার বেঞ্চ বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্টের রায় দেখে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, এটা খুবই আশ্চর্যজনক! হাইকোর্ট কীভাবে তালিকা বাতিল করতে পারে! এই সংরক্ষণ আদতে একটি প্রশাসনিক পদক্ষেপের অংশ। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, এই সংরক্ষণের উপর নির্ভর করে রয়েছে ৯ লক্ষ শূন্যপদে নিয়োগ। সব প্রক্রিয়াই রাজ্যের কমিশনের তরফে সম্পূর্ণ করা হয়েছে। গোটা প্রক্রিয়াকে কোনও চ্যালেঞ্জ এর আগে করা হয়নি। স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রেও এই বিষয় পর্যেবক্ষণে উল্লেখ করেনি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছিল। সোমবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের নির্দেশকে ভুল বলে পর্যবেক্ষণে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, হাইকোর্টের নির্দেশকে আইন বিরোধী বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। এবার রাজ্য সরকারের জুন মাসের বিজ্ঞপ্তি অনুসারে সব প্রক্রিয়া চলতে থাকবে। বিধানসভায় তা পাশ হয়েছিল। সেই মতো ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ থাকবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ-প্রসঙ্গে সমাজমাধ্যমে লেখেন, সুপ্রিম কোর্টের আজকের স্থগিতাদেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওবিসি নীতির নৈতিক জয়। আমরা উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এটি অনুমান করেছিলাম আগেই এবং আমরা অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আরও পড়ুন- পরিযায়ীদের বাংলায় ফিরিয়ে এনে কাজ দেব, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Latest article