সুপ্রিম কোর্টে বিরাট জয়- হিন্দুস্তান মোটরসকে দেওয়া ৩৯৫ একর জমি ফেরত পাবে রাজ্য সরকার

গত মে মাসে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল হিন্দুস্তান মোটরসকে রাজ্যের দেওয়া জমি ফেরত দিতে হবে, কারণ সংস্থা এই জমি কোনও কাজেই লাগায়নি৷

Must read

আরও একবার সত্যের জয় হল৷ আবারও সুপ্রিম কোর্টে বিরাট বড় আইনি জয় পেল পশ্চিমবঙ্গ সরকার৷ বুধবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে দেওয়া রায়ে জানানো হয়েছে মোটর গাড়ি কারখানার সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের তরফে হিন্দুস্তান মোটরস লিমিটেড সংস্থাকে যে ৩৯৫ একর জমি দেওয়া হয়েছিল সেই জমি ফেরত নিতে পারবে রাজ্য৷ বহুমূল্য এই জমি নেওয়ার পরেও বছরের পর বছর ধরে তা ফেলে রেখে কার্যত কোনও কাজেই লাগায়নি হিন্দুস্তান মোটরস সংস্থা, এই অভিযোগে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনার পরে সংশ্লিষ্ট জমি ফেরত দেওয়ার নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার৷ এই নির্দেশ না মেনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মোটর গাড়ি নির্মাতা সংস্থা৷ গত মে মাসে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল হিন্দুস্তান মোটরসকে রাজ্যের দেওয়া জমি ফেরত দিতে হবে, কারণ সংস্থা এই জমি কোনও কাজেই লাগায়নি৷

আরও পড়ুন-১৫ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের

এর পরে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দুস্তান মোটরস সংস্থা৷ বুধবার হিন্দুস্তান মোটরস বনাম পশ্চিমবঙ্গ সরকার শীর্ষক এই মামলার শুনানিতেই দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে রায় দেওয়া হয়েছে যে কোনওমতেই রাজ্যের দেওয়া জমি নিজেদের দখলে রাখতে পারবে না গাড়ি নির্মাতা সংস্থা৷ অবিলম্বে তাদের এই জমি রাজ্যকে ফেরত দিতেই হবে৷ শীর্ষ আদালতের আইনি লড়াইয়ে রাজ্য সরকারের তরফে সওয়াল করেন বষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি, রাকেশ দ্বিবেদী এবং সাদান ফারাসাত৷ অন্যদিকে হিন্দুস্তান মোটরস সংস্থার তরফে সওয়াল করেছিলেন অপর বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান৷

Latest article