দাপুটে জয় ডায়মন্ড হারবারের

নেরোকা এফসি এবং ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর আই লিগের দ্বিতীয় ডিভিশনে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি।

Must read

প্রতিবেদন : নেরোকা এফসি এবং ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর আই লিগের দ্বিতীয় ডিভিশনে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবার এফসি। আগের দু’টি ম্যাচেই ড্র করে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল কিবু ভিকুনার দল। বুধবার নৈহাটিতে কেরলের স্পোর্টস অ্যাকাডেমি তিরুরকে ৪-১ গোলে চূর্ণ করে ফের জয়ের ছন্দে ফিরল ডায়মন্ড হারবার। এদিন কিবুর দলের হয়ে জোড়া গোল করেন জবি জাস্টিন। বাকি দুই গোলদাতা অ্যালিস্টার ও সুপ্রদীপ হাজরা। স্যাট তিরুর হয়ে একমাত্র গোলটি করেন লিজো কে। জিতলেও লিগ টেবলে অবস্থানে বদল হয়নি ডায়মন্ড হারবারের। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই ডায়মন্ড হারবার। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চানমারি এফসি।
গোটা ম্যাচে আধিপত্য ছিল ডায়মন্ড হারবারের। এদিন চোট সমস্যার কারণে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন করেন ডায়মন্ড হারবারের কোচ কিবু। নরহরি শ্রেষ্ঠাকে বেঞ্চে রাখেন তিনি। তাঁর জায়গায় জবির পাশে আপফ্রন্টে শুরু করেন নবাগত অ্যালিস্টার অ্যান্থনি। পিন্টু মাহাতোর পরিবর্তে মাঝমাঠে শুরু করেন রবিনসন। ১৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। গিরিক খোসলার পাস থেকে বল জালে জড়ান জবি। বিরতির আগেই ব্যবধান বাড়ায় ডায়মন্ড হারবার। ডান পায়ের জোরাল শটে গোল করেন অ্যালিস্টার।

আরও পড়ুন-মোলিনার ক্লাসে জেমিরা, সাহাল নেই মুম্বই ম্যাচেও

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও আক্রমণাত্মক ডায়মন্ড হারবার। ৪৭ মিনিটে ফের গিরিক ও জবির যুগলবন্দিতে দলের তৃতীয় গোল। গিরিকের সেন্টার থেকে বল জালে জড়ান কেরালাইট জবি। এরপরই ডায়মন্ড রক্ষণে চাপ বাড়ায় স্যাট তিরুর। ৫৪ মিনিটে একটি গোল শোধ করে কোচির ক্লাবটি। লিজো গোল করেন। তবে রক্ষণের ভুল ছিল ডায়মন্ড হারবারের। ৭০ মিনিটের পর অয়ন মণ্ডল, অ্যালিস্টার, গিরিক, জবিকে তুলে কিবু নামান সুনীল, সাইবর, সুপ্রিয় পণ্ডিত ও নরহরিকে। সংযুক্ত সময়ে (৯৩ মিনিট) সুপ্রদীপের অসাধারণ গোলে ডায়মন্ড হারবার স্কোরলাইন ৪-১ করে। সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘জয়ের ছন্দে ফেরাটা খুব দরকার ছিল। এটা ধরে রাখতে হবে।’’ পরের ম্যাচে কার্ড সমস্যায় জবি, মোহিত মিত্তল, বিক্রমজিৎ ও সুপ্রদীপকে পাবে না কিবুর দল।

Latest article