দাপুটে জয় ডায়মন্ড হারবারের

দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। বরং দ্বিগুণ উৎসাহে সেসার রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন কিবুর ছেলেরা।

Must read

প্রতিবেদন : চলতি মরশুমে ডায়মন্ড হারবারের স্বপ্নের ফর্ম অব্যাহত। কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি আই লিগ থ্রি-তেও দাপট দেখাচ্ছেন কিবু ভিকুনার ফুটবলাররা। সোমবার আই লিগ থ্রি-র প্লে-অফে গোয়ার সেসা ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার। দাপুটে ফুটবল উপহার দিয়ে নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটা ৩-০ গোলে জিতেছে কিবুর দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক নরহরি শ্রেষ্ঠা।

আরও পড়ুন-লজ্জাও করে না এদের!

প্রথম ম্যাচে কার্বি মর্নিং স্টারকে ৪-১ গোলে হারিয়েছিলেন নরহরিরা। এবার সেসার বিরুদ্ধে অনায়াস জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থানে রইল ডায়মন্ড হারবার। আগাগোড়া দাপটের সঙ্গে খেলে ম্যাচের ২১ মিনিটেই নরহরির গোলে এগিয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। জবি জাস্টিনের ভাসানো বলে জোরালো হেডে গোল করেন তিনি। বিরতির মিনিটখানেক আগে ব্যবধান দ্বিগুণ করেন নরহরি নিজেই। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছিল ডায়মন্ড হারবার।

আরও পড়ুন-বিজেপির ত্রিপুরায় রাতের অন্ধকারে গাছে বেঁধে বৃদ্ধা মাকে পুড়িয়ে মারল দুই ছেলে

দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। বরং দ্বিগুণ উৎসাহে সেসার রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন কিবুর ছেলেরা। কিন্তু সুযোগ তৈরি হলেও, কিছুতেই গোলের দেখা মিলছিল না। অবশেষে ৭৭ মিনিটে সুপ্রিয় পণ্ডিতের গোলে ৩-০। পিন্টু মাহাতোর ক্রসে পা ছুইঁয়ে গোল করেন সুপ্রিয়। ম্যাচের পর ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলছিলেন, ‘‘ফুটবলারদের পারফরম্যান্সে খুশি। দাপুটে ফুটবল উপহার দিয়েই ম্যাচটা জিতেছি। তবে আরও অন্তত দুটো গোল করা উচিত ছিল। এই ম্যাচে সবাই ভাল খেলেছে। দলগত ফুটবল খেলেই জিতেছি। আমাদের লক্ষ্য আই লিগ টু-র যোগ্যতা অর্জন করা। গ্রুপের শেষ দুটো ম্যাচ জিতে ফাইনাল খেলার লক্ষ্যে ঝাঁপাব।’’ আগামী ২ অক্টোবর পরের ম্যাচে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ ক্লাসা এফসি। এরপর ৪ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে।

Latest article