মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ চিন্তা করেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের (Supreme Court)। অযোগ্য হিসেবে চিহ্নিত নন, এমন শিক্ষক-শিক্ষিকাদের এই বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে অশিক্ষক কর্মীরা যদিও স্কুলে যোগ দিতে পারবেন না। ২৬ হাজার শিক্ষকদের মধ্যে যাঁদের ‘অযোগ্য’ বলে শনাক্ত করা গেছে, তারা ছাড়া বাকিরা আপাতত চাকরিতে বহাল থাকবেন জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
নির্দিষ্ট করে যোগ্য-অযোগ্য শনাক্ত করা যায়নি বলেই শিক্ষকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই বছর ৩১ মে-র মধ্যে যোগ্যদের বাছাই করে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনও নির্দেশ নেই আদালতের। আদালতের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে ভেঙে পড়তে পারে গোটা রাজ্যের শিক্ষাব্যবস্থা। তাই মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আজ শুনানিতে দু’টি শর্ত আরোপ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা এই বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
আরও পড়ুন-আগামিকাল কমবে মেট্রো পরিষেবা!
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যায় এবং এর ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি চলে যায়। অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন প্রায় আট হাজার শিক্ষক। তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে। এই অবস্থায় পর্ষদ আর্জি জানায় ‘চিহ্নিত অযোগ্য’ ছাড়া বাকিদের চাকরি বহাল রাখার জন্য। এই প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের আজ সিদ্ধান্ত, অযোগ্য হিসেবে চিহ্নিতরা বাদ দিয়ে বাকিরা পরবর্তী নিয়োগ পর্যন্ত চাকরি করবেন।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…