প্রতিবেদন : অমিত শাহই দেশের সবথেকে বড় পাপ্পু। যিনি নির্বাচনে-রাজনৈতিক লড়াইয়ে জিততে পারেন না, ইডি-সিবিআই লেলিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চান। লজ্জা হওয়া উচিত। আপনার ক্ষমতা থাকলে রাজনৈতিক লড়াইয়ে আমাকে হারিয়ে দেখান, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি নেতারা অন্য এক নেতাকে পাপ্পু বলেন, কিন্তু আমি মনে করি, দেশের সবচেয়ে বড় পাপ্পু হলেন অমিত শাহ। এভাবেই শুক্রবার ফের স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-সকালে পায়েস রাতে কেক
একই সঙ্গে তিনি এদিন ফের বলেন, গরু-কয়লা পাচারের টাকা সব অমিত স্যারের কাছেই সরাসরি গিয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি।
শুক্রবার থেকে বেরিয়ে এদিন কার্যত বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক। বিজেপির অনৈতিক কার্যকলাপ-পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল সহ শুভেন্দুর সেটিং করতে যাওয়া— সবকিছু নিয়ে কার্যত বিজেপিকে এদিন ধুয়ে দিয়েছেন তিনি। ৪৫ মিনিটের সাংবাদিক সম্মেলনের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ছিল বারুদে ঠাসা। কাউকে রেয়াত করেননি তিনি। রাজনৈতিকভাবে কী ক্ষমতা আছে আপনাদের? বিজেপিকে প্রশ্ন অভিষেকের।
আরও পড়ুন-রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল সিভিল সার্ভিস স্টাডি সেন্টার
গরু-কয়লা নিয়ে আবারও অভিষেকের পরিষ্কার বক্তব্য, এর প্রধান অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গরু- কয়লার টাকা সরাসরি তাঁর কাছে পৌঁছেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। এদিন আবারও তিনি একহাত নিয়েছেন জয় শাহকে। তীব্র কটাক্ষে অভিষেক বলেছেন, বাবা দেশের সবাইকে দেশপ্রেম শেখাচ্ছেন, ভাবছেন বিরোধীশূন্য করে দেবেন গোটা দেশকে। আর ছেলে ভাবছে জাতীয় পতাকায় হাত না দিয়ে বিসিসিআই-এর সচিব থেকে যাবে। অত সোজা? অভিষেকের কথায়, ২০২১-এর নির্বাচনে সবরকম শক্তি প্রয়োগ করে হেরেছে বিজেপি, ২০২৪-এও হারবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দু’পাশে দু’জনকে নিয়ে ঘোরেন, এদের একজন গরু পাচারকারী নিশীথ প্রামাণিক, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি। আর একজন অজয় মিশ্র, লখিমপুরে যার ছেলে গাড়ি চাপা দিয়ে কৃষকদের মেরে ফেলেছে। এই দু’জন হল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাহলেই বুঝে দেখুন অমিত শাহ নিজে কী এবং কাদের নিয়ে ঘুরছেন