লজ্জা! ডাইনি সন্দেহে পিটিয়ে-পুড়িয়ে মারা হল একই পরিবারের ৫ জনকে

Must read

প্রতিবেদন : হার মানল মধ্যযুগীয় বর্বরতা। বিজেপি-নীতীশের বিহারে (Bihar)। এক তান্ত্রিকের উসকানিতে ডাইনি সন্দেহে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হল একই পরিবারের ৫ জনকে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পূর্ণিয়ায় মুফাসিল থানা এলাকার এক গ্রামে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার আচমকাই ওই বাড়িতে চড়াও হয় জনা পঞ্চাশেক গ্রামের মানুষ। ঘিরে ফেলে পুরো বাড়িকে। তারপর পরিবারের সদস্যদের উপর চলে গণপিটুনি। এখানেই শেষ নয়, একটা ঘরের মধ্যে পরিবারের পাঁচ সদস্যকে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেয় নির্মম গ্রামবাসীরা। কোনওরকমে ভিড়ের মধ্যে মিশে গিয়ে মামার বাড়িতে পালায় ওই পরিবারেরই ১৬ বছরের এক নাবালক। সবকথা খুলে বলে। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ যখন আসে তখন সব শেষ। দগ্ধ দেহগুলি উদ্ধার করে পুলিশ। পদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়ে আটক করে ২ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এক তান্ত্রিকের কথাতেই এই কাণ্ড ঘটিয়েছে গ্রামবাসীরা। নেপথ্যে গ্রামে ভূতের উপদ্রব এবং ভূত ছাড়ানো নিয়ে ঝগড়াঝাঁটি। পুলিশ প্রথমে বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করলেও জনরোষের চাপে পড়ে গ্রেফতার করতে বাধ্য হল ৪ জনকে। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই ঘটনার জন্য আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে। এক্স হ্যান্ডেলে তাঁর কটাক্ষ, অপরাধীরা সক্রিয়, মুখ্যমন্ত্রী অচেতন।
জানা গিয়েছে, মৃতরা সকলেই ওরাওঁ সম্প্রদায়ের। জীবিত পরিবারের একমাত্র নাবালক সদস্যের কথায়, প্রচণ্ড মারধরের পর বাড়ির সকলকে আধমরা অবস্থায় একটি ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেয় গ্রামের একদল লোক। কোনওরকমে পালিয়ে আসি আমি। ওরা মৃতদেহগুলো লুকিয়ে ফেলারও চেষ্টা করেছিল। ঘটনাস্থালে ডগ স্কোয়াড। খুঁজে বার করার চেষ্টা চলছে তান্ত্রিককে। এই ঘটনায় স্তম্ভিত সভ্যসমাজ।

আরও পড়ুন-নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা

Latest article