”বিহার পারেনি, বাংলা পারবে” SIR নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

Must read

”বিজেপির ‘পতন’ শীঘ্রই। ২০২৯ সালের নির্বাচন পর্যন্ত যেতে হবে না। ওদের গদি তার আগেই উল্টে যাবে।’’ নদিয়ার কৃষ্ণনগর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এসআইআর নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে তিনি ভোটের আগে রাজ্যে দেড় কোটি নাম বাদ দেওয়া থেকে শুরু করে কেন্দ্রের হয়ে কমিশনের কাজ নিয়ে তোপ দাগেন। তিনি বলেন, “দিল্লি থেকে লোক পাঠিয়ে নাম কাটার কাজ করানো হচ্ছে। কমিশনের কাছে শুধু বিজেপির তাঁবেদারি মান্যতা পায়।”

আরও পড়ুন-কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সংসদে তৃণমূল সংসদদের মৌন প্রতিবাদ

এদিন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো! আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য। ভাল করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ঙ্কর। এরা ভোট করছে লুট, আর বলছে ঝুট! বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন? এটাই ইচ্ছা তো। বিহারে যা করেছেন, বাংলায় হবে না। এজেন্সি দিয়েও নয়। ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভাল নয়। মনে রাখবেন, মানুষ সরকার নির্বাচিত করে, ইলেকশন কমিশন নয়। বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে স-সম্মানেই রক্ষা করব।”

আরও পড়ুন-বড়দিনের আগেই তুষারপাতের পূর্বাভাসে শৈলশহরে বাড়ল বুকিং

সার নিয়ে কমিশনের হেয়ারিংয়ে যাওয়ার জন্য সকলকে এদিন বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ”আপনারা হেয়ারিংয়ে যাবেন। কোনও তথ্য লাগলে আমরা সাহায্য করে দেব। পার্টির লোকেরাও থাকবে, সরকারের তরফেও ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প করা হচ্ছে। সব তথ্য পাবেন। ভয় পাবেন না।”

Latest article