জাতীয়

বিহার নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। তার আগেই ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর দুদফায় বিহার নির্বাচন (Bihar Assembly Election)। ১৪ নভেম্বর গণনা। সোমবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার। বিহারে গত কয়েক মাস ধরে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের
প্রশংসা করেন মুখ্য নির্বাচন কমিশনার।

প্রতিটি বুথে ১২০০ ভোটার ভোট দিতে পারবেন ৷ সেই হিসেবে ৯০৭১২টি ভোটার কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে ৷ প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে ৷ এর মধ্যে বিহারে ২৫০টি বুথে ঘোড়ায় চড়ে নজরদারি চালানো হবে। এছাড়া ১৯৭ টি বুথে ভোট পরিচালনা করতে নৌকোয় চড়ে যেতে হবে ৷

একনজরে বিহারের আসন ও ভোটার-
•মোট ২৪৩টি আসন
•২০৩টি সাধারণ
•২টি তফশিলি উপজাতি
•৩৮টি তফশিলি জাতির জন্য সংরক্ষিত
•মোট ভোটারের সংখ্যা সাত ৭.৪৩ কোটি
* পুরুষ ৩.৯২ কোটি
•মহিলা ৩.৫০ কোটি
•একশো বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ১৪ হাজার
•নয়া ভোটার ১৪ লক্ষ
• ৮৫ বছরের বেশি বয়সের ভোটারদের জন্য বাড়িতে ভোটদানের সুবিধা থাকবে

ছটপুজোর পরেই বিহারে বিধানসভা নির্বাচন। ভোটার তালিকায় সংশোধন (SIR) বিতর্কের মাঝেই এদিন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে এস আই আর এর প্রশংসা করেন জ্ঞানেশ কুমার।

প্রথম দফায় ৬ নভেম্বরের ভোটগ্রহণের জন্য মনোনয়ন জমা দিতে হবে ১৭ অক্টোবর। দ্বিতীয় দফায় ১১ নভেম্বরের জন্য মনোনয়ন জমা দিতে হবে ২০ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যথাক্রমে ২০ এবং ২৩ অক্টোবর। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিহারে ভোটে আট লক্ষের বেশি আধিকারিক নিয়ুক্ত করা হয়েছে। নিরাপত্তায় নজর বাড়াতে মোবাইল জমা রাখতে সুনির্দিষ্ট জায়গার বন্ধোবস্ত করা হয়েছে। সেখানে মোবাইল জমা রেখে বুথে ভোট দিতে ঢুকতে পারবেন ভোটাররা। ভোটার লাইন যাতে দীর্ঘ না হয় সেদিকে নজর রাখতে প্রতিটি বুথে সর্বাধিক ১২০০ জন ভোটার ভোটদান করতে পারবেন বলে এদিন জানিয়েছে কমিশন।
কোনরকম অভিযোগ এবং সমস্যার কথা জানাতে ১৯৫০ হেল্প লাইন নম্বর জারি করেছে কমিশন।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে কাটল নিয়োগ-জট, ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

ভোট চলাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে নজরদারি নিশ্চিত করার জন্য ভোটার (Bihar Assembly Election) কেন্দ্রে ওয়েব কাস্টিং করা হবে। সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়ালে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত কেন্দ্রে ডেস্ক, র‍্যাম্প এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবেন। ভোট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী আগাম মোতায়েন করা হবে।

ভোটের আগেই বিহারে ভোটার তালিকায় SIR সমীক্ষা করেছে কমিশন। সমীক্ষায় প্রায় সাড়ে ৬৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্য নির্বাচন কমিশনার এখনও পর্যন্ত যাঁদের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ভোট প্রক্রিয়া শুরু হওয়ার দশদিন আগে পর্যন্ত তালিকায় নাম যুক্ত করা যাবে বলে জানিয়েছে কমিশন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

32 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago