ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরিতে বিহার যোগ! বড় সাফল্য কলকাতা পুলিশের

Must read

ফের বড় সাফল্য কলকাতা পুলিশের (Kolkata Police)। জন্মের জাল শংসাপত্র তৈরিতে বিহার যোগ পেল পুলিশ। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ধৃত লক্ষ্মণ কুমার নামে একজনকে জেরায় জানতে পেরেছে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিহারে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হত।

আরও পড়ুন-শিক্ষামন্ত্রী দেখা করবেন শীঘ্রই! ইন্দ্রানুজের বাবাকে ফোনে দুঃখপ্রকাশ ব্রাত্যর

দিন কয়েক আগে কলকাতা পুলিশের (Kolkata Police) পাসপোর্ট বিভাগে কমপক্ষে ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার সময় ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি সামনে আসে। শুরু হয় অদন্ত। তখনই লক্ষ্ণণ কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত লক্ষ্মণ জানিয়েছেন তাঁর এক আত্মীয় বিহার থেকে মোটা টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে দিয়েছিল।

যে কটি জাল জন্ম শংসাপত্র পাওয়া গিয়েছে, সবই কি বিহার থেকে এসেছে? এই প্রশ্ন রয়েছে এখন তদন্তকারীদের মনে। পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান।

Latest article