বিহার জুড়ে নিন্দার ঝড়: মুসলিম নারীকে অপমান নীতীশের, জোরালো হচ্ছে পদত্যাগের দাবি

Must read

পাটনা : এ কী করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)! বিহারে এক সরকারি অনুষ্ঠানে হিজাব পরিহিত এক মহিলা চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিতে গিয়ে তাঁর হিজাব টেনে নামানোর চেষ্টা করলেন জেডিইউ সুপ্রিমো। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান ওই মহিলা চিকিৎসক। পরিস্থিত সামাল দিতে তাঁকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে দেন উপস্থিত কর্মীরা। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। প্রাক্তন অভিনেত্রী জায়েরা ওয়াসিম সমাজ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, একজন মহিলার আত্মসম্মান কোনওভাবে খেলার পুতুল হতে পারে না। বিশেষ করে প্রকাশ্য মঞ্চে এমন আচরণ মেনে নেওয়া যায় না। জায়েরার মন্তব্য, ক্ষমতা থাকলেই সীমা লঙ্ঘনের অধিকার জন্মায় না। নীতীশ কুমারের (Nitish kumar) নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন জায়েরা। লক্ষণীয়, এই জায়েরা ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে অল্প বয়সেই দেশজুড়ে প্রশংসা পেয়েছিলেন। কিন্তু দুটি ছবি হিট করার পরেই বলিউড থেকে বিদায় নেন তিনি। বলেছিলেন, ধর্মীয় বিশ্বাস ও মানসিক শান্তির খোঁজেই অভিনয় জগৎ ছাড়লেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছে আরজেডি-সহ বিরোধী দলগুলো। বিভিন্ন মহলে দাবি উঠেছে নীতীশের পদত্যাগেরও।

ঠিক কী হয়েছিল ঘটনাটি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলা চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আচমকাই তাঁর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, এটা কী, এরপর তিনি খানিকটা ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামানোর চেষ্টা করেন। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রীর নীতীশের হাত ধরে তাঁকে থামানোর চেষ্টা করেন। বিরোধী দলগুলি এই ঘটনাকে নারীর সম্মান ও ধর্মীয় স্বাধীনতায় তীব্র আঘাত বলে মনে করছে।

আরও পড়ুন: নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী থাকছেন ব্যবসায়ী সম্মেলনে

Latest article