গ্যাংস্টার খুনে গ্রেফতার, রাজ্য পুলিশকে ধন্যবাদ বিহার এসটিএফের

ধৃতদের জেরা করে ওইদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক গেস্টহাউস থেকে এক মহিলা-সহ আরও পাঁচজনকে পাকড়াও করা হয়।

Must read

প্রতিবেদন : বিহারের এক হাসপাতালের আইসিইউতে ঢুকে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে বিহার পুলিশ ও বেঙ্গল পুলিশের এসটিএফের যৌথবাহিনী। ধৃতদের জেরা করে ওইদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার আনন্দপুরের এক গেস্টহাউস থেকে এক মহিলা-সহ আরও পাঁচজনকে পাকড়াও করা হয়।

আরও পড়ুন-বিরোধীদের কুৎসা রুখতে হবে সোশ্যাল মিডিয়াতেই

সেই ঘটনায় বিহার পুলিশকে আগাগোড়া বিশেষ সাহায্য করেছে এ রাজ্যের পুলিশ। তাই অভিযানের পর প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করল। এ রাজ্যের পুলিশকে ধন্যবাদ জানাল বিহার পুলিশ। তবে বিজ্ঞপ্তিতে সরকারিভাবে ৪ জনকে গ্রেফতার করার কথা বলা হয়েছে।
শনিবার কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে আনন্দপুর থেকে ধরা পড়ে আরও পাঁচ জন। সিসিটিভি ফুটেজে পাওয়া দুষ্কৃতীদের একটি সাদা রঙের গাড়ির সূত্র ধরে ৫ জনকে আটক করে বিহার পুলিশের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। পাঁচজনের মধ্যে এক মহিলাও রয়েছেন।

Latest article