বিহারে ইউটিউব দেখে অপারেশন, প্রাণ গেল কিশোরের

Must read

প্রতিবেদন: ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে মর্মান্তিক ঘটনা৷ ইউটিউব (YouTube) দেখে জটিল অস্ত্রোপচার করতে গিয়ে এক চিকিত্‍সকের হাতে প্রাণ গেল ১৫ বছরের এক কিশোরের৷ রীতিমত চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের সারনে৷ গোটা ঘটনায় কার্যত আলোড়ন পড়ে গিয়েছে নীতীশ কুমারের শাসনে থাকা বিহারে৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই ঘটনাটি সামনে আসার পরে মুখে কুলুপ দিয়েছে রাজ্য সরকার, নীরব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও৷ প্রয়াত কিশোর কৃষ্ণ কুমারের বাবার অভিযোগ, গল ব্লাডারের ব্যথায় কষ্ট পাচ্ছিল ১৫ বছরের কিশোর৷ লাগাতার বমি হচ্ছিল তার৷ ক্রমাগত এই কিশোরের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গণপতি হাসপাতালে৷ সেখানে তাকে স্যালাইন দেওয়া হয়৷ এর পরে কিশোরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়৷ সেই সময়ে হাসপাতালের চিকিত্‍সক অজিত কুমার পুরী জানান, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে এই কিশোরের৷ পরিবারের লোকেরা অনুমতি দেওয়ার আগেই অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ইউটিউব (YouTube) দেখে কিশোরের অস্ত্রোপচার শুরু করে দেন অভিযুক্ত চিকিত্‍সক৷ অপারেশন চলাকালীনই সঙ্কটজনক হয়ে পড়ে এই কিশোর৷ শেষ মেষ পরিস্থিতি জটিল দেখে একটি অ্যাম্বুলেন্স যোগাড় করে অপারেশন টেবিল থেকেই কিশোরকে তুলে পাটনায় অবস্থিত বড় হাসপাতালের দিকে রওয়ানা দেন চিকিত্‍সক অজিত কুমার পুরী৷ মাঝ রাস্তাতেই প্রাণ হারায় এই কিশোর৷ এর পরেই কিশোরের দেহ ফেলে রেখে পালিয়ে যায় এই চিকিত্‍সক৷

আরও পড়ুন: ডাক্তারদের আন্দোলন কেড়ে নিল ছেলেকে, বিনা চিকিৎসায় রাজীবের মৃত্যুতে আকুতি মায়ের

গলব্লাডারের অস্ত্রোপচার করতে গিয়ে কিশোরের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়ে প্রয়াত কিশোরের পরিবার৷ অভিযুক্ত চিকিত্‍সক আসলে একজন হাতুড়ে ডাক্তার, তার কোনও ডিগ্রি নেই বলেও অভিযোগ করেন তারা৷ এই মর্মেই পুলিশের কাছে করা হয় লিখিত অভিযোগ৷ এফআইআর দায়ের করার পরে পুলিশ অভিযুক্ত চিকিত্‍সকের সন্ধানে চিরুণি তল্লাশি শুরু করেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷

Latest article