টাকার লোভ দেখিয়ে কাজ! আটকে রেখে অত্যাচার, কাটা হাত নিয়ে ১৫০ কিমি পথ পাড়ি কিশোরের

Must read

ফের কিশোর (Bihar Teen) নির্যাতন। প্রাপ্তবয়স্ক হয়নি। টাকার লোভ দেখিয়ে কাজের টোপ দেওয়া হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল ভিনরাজ্যে। তার ওপর চলছিল অত্যাচার। কিশোরকে দিয়ে খাটিয়ে নেওয়া হচ্ছিল। দেওয়া হচ্ছিল না খবার। মেশিনে খড় কাটার সময় তার হাত কেটে। সেই অবস্থাতে সেখান থেকে পালিয়ে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করে। কাঁটা হাত নিয়ে ১৫০ কিলোমিটার হাঁটে কিশোর।

বিহারের (Bihar Teen) বাসিন্দা বছর পনেরোর কিশোরকে ১০ হাজার টাকার বেতনের লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছিল হরিয়ানার জিন্দে। তাকে কাজ করানো হত একটি ডেয়ারি ফার্মে। সে যাতে কাজের পর পালিয়ে যেতে না পারে সেই কারণে একটি ছোট্ট ঘরে আটকে রাখা হত। দেওয়া হত না টাকা এবং ঠিকমতো খাবার। কয়েকদিন আগে পশুর খড় কাটতে গিয়ে মেশিনে কিশোরের হাত কেটে যায়। ওই ফার্ম থেকে কিশোরকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি। চিকিৎসার বদলে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল। প্রথমবার তার জ্ঞান ফিরলে সে দেখে একটি চিকিৎসাকেন্দ্রে শুয়ে এবং পকেটে কিছু টাকা রয়েছে। এরপর ফের সংজ্ঞা হারায় সে। পরেরবার জ্ঞান ফিরলে সে দেখে তার পকেটে থাকা টাকা নেই। ডিসপেনসারি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখনই সে সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরে যাবে। রক্তাক্ত অবস্থাতেই সে হাঁটা শুরু করে।

আরও পড়ুন-কবিগুরুর প্রয়াণ দিবসে রবীন্দ্র কাছাড়িবাড়ি ভাঙচুরের ঘটনায় কেন্দ্রকে ৫ প্রশ্ন অভিষেকের

গুরুতর অবস্থাতেই কিশোর প্রায় ১৫০ কিলোমিটার পথ পার করে। ১০০০ কিলোমিটার হেঁটে বিহারে যাওয়ার পরিকল্পনা ছিল তার। হরিয়ানার নুহ দিয়ে যাওয়ার সময় একটি স্কুলের দুই শিক্ষক জখম কিশোরকে দেখে সঙ্গে সঙ্গে তারা পুলিশের কাছে নিয়ে যায়। হাসপাতালেও ভর্তি করে চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা কনুই থেকে কিশোরের হাত বাদ দিতে বাধ্য হন। বর্তমানে হরিয়ানার রোহতকের পিজিআইএমএসে ভর্তি ওই কিশোর। তাঁর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছে পরিবারের সদস্যরা।

Latest article