বেঙ্গালুরু রেলস্টেশনের কাছে ভাইয়ের সামনেই বিহারের মহিলাকে ধ.র্ষণ

২রা এপ্রিল অর্থাৎ বুধবার রাত ১.৩০ নাগাদ বেঙ্গালুরুর (Bengaluru) কেআর পুরম রেলস্টেশনের কাছে এক মহিলা যৌন নির্যাতনের শিকার হন

Must read

২রা এপ্রিল অর্থাৎ বুধবার রাত ১.৩০ নাগাদ বেঙ্গালুরুর (Bengaluru) কেআর পুরম রেলস্টেশনের কাছে এক মহিলা যৌন নির্যাতনের শিকার হন। নির্যাতিতা কেরালায় কাজ করতেন এবং এদিন বিহারে তার নিজের শহরে ফিরছিলেন। এদিন তিনি তার ভাইয়ের সাথে স্টেশনে এসেছিলেন। সূত্রের খবর, তারা খাবার কিনতে মহাদেবপুরার দিকে যাচ্ছিলেন আর ঠিক তখনই দুজন অপরিচিত ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। একজন দুষ্কৃতী মহিলার ভাইকে আটকে রেখেছিল আর দ্বিতীয় ব্যক্তি নির্যাতিতাকে একটি নির্জন এলাকায় টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন-জামনগরে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গেল এয়ার ফোর্সের ‘জাগুয়ার’ ফাইটার জেট

পুলিশের তরফে খবর, একটি অটোতে বসে থাকা দুই অটোরিকশা চালক মহিলার ভাইকে হেনস্থা করেন এবং তারপর মহিলাকে কিছু দূরে টেনে নিয়ে যান এবং যৌন নির্যাতন করেন। মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে এবং একজন দুষ্কৃতী তাদের হাতে ধরা পড়ে। তাকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে যে মহাদেবপুরা পুলিশ অফিসাররা রাতে টহল দেওয়ার সময়েই ঘটনাস্থল থেকে দুই অটোরিকশা চালককে গ্রেপ্তার করেন। মহাদেবপুরা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দুই ব্যক্তির নাম আসিফ এবং সৈয়দ মুশার। দুজনেই কর্ণাটকের কোলারের মুলাবাগিলু শহরের বাসিন্দা। হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন যে আসিফের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, অন্যদিকে সৈয়দ মুশার নির্যাতিতার ভাইকে আটকে রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

Latest article