বিজয়া সম্মিলনীর (Bijaya) আয়োজন করল রাজ্য সরকার। বুধবার ইকো পার্কের মিষ্টিকাতে আয়োজন করা হয়েছে এই সম্মেলনের। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা সহ সব দফতরের সচিবরাও থাকবেন। সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া-সহ রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন-বিজয়া সম্মেলনী নয় হল শ্রদ্ধাঞ্জলি সভা
সংবাদমাধ্যমের শীর্ষ কর্তারা অতিথি তালিকায় রয়েছেন। থাকবেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। শারদোৎসবের পর প্রতিবছরই মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিজয়া সম্মিলনী করা হয়। ইতিমধ্যে জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। এই জনসংযোগ চলবে ২২ অক্টোবর পর্যন্ত।