মুম্বই, ২ অগাস্ট : ১৯ মাস পর আবার বক্সিং রিংয়ে ফিরতে চলেছেন ভারতের সেলেব্রিটি পেশাদার বক্সার বিজেন্দ্র সিং। ১৭ অগাস্ট রায়পুরে নিজের ষষ্ঠ পেশাদার ম্যাচে ঘানার এলাইজু সুলির সঙ্গে মোকাবিলা করতে দেখা যাবে ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সারকে।
এই ম্যাচটি রায়পুরে অনুষ্ঠিত হওয়া প্রথম কোনও পেশাদার বক্সিং ম্যাচ। তাই টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে।
আরও পড়ুন-লন বোলে ঐতিহাসিক সোনা, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
গত দেড়বছর ধরে ম্যাঞ্চেস্টারে নিজেকে কঠোর ট্রেনিংয়ে ডুবিয়ে রেখেছিলেন ৩৪ বছর বয়সি বিজেন্দ্র। তিনি যে সুলির বিরুদ্ধে ম্যাচ জিততে যে মরিয়া তা স্পষ্ট করে দিয়েছেন বিজেন্দ্র নিজেও। তিনি বলেন, ‘‘এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। কঠোর ট্রেনিংয়ে ডুবিয়ে রেখেছি নিজেকে। সুলিকে নকআউট করেই ম্যাচ জিততে চাই।” উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা বক্সিং ইউনিয়নের চ্যাম্পিয়ন সুলির ৮টি পেশাদার ম্যাচে ১০০ শতাংশ নকআউটের রেকর্ড রয়েছে। এখন দেখার রায়পুরে সেই রেকর্ড ধরে রাখতে পারেন কি না তিনি।