প্রতিবেদন : দলের নির্দেশ ও সূচি অনুযায়ী কলকাতা-সহ রাজ্য জুড়ে চলছে বিজয়া সম্মিলনীর (Bijoya Sammelani) একাধিক কর্মসূচি। আজ, শুক্রবার মোট ১৩টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি হচ্ছে। যেখানে কলকাতায় মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসুরা থাকছেন এ ছাড়াও নৈহাটিতে থাকছেন সাংসদ পার্থ ভৌমিক, টালিগঞ্জে মহুয়া মৈত্র, অন্ডালে জয়া দত্ত, রানাঘাটের দুটি এলাকায় থাকবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ স্থানীয় নেতৃত্ব। উল্লেখ্য, যে ৬টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেখানে বিজয়া সম্মিলনীর মাঝেও দলীয় সতীর্থরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপ-আলোচনা সেরে নিচ্ছেন। প্রার্থী ঘোষণা হলেই তুঙ্গে উঠবে প্রচার। গত বছরের মতো এবছরও টানা বিজয়া সম্মিলনীর কয়েকশো কর্মসূচি পালিত হবে। এই বিজয়া সম্মিলনী (Bijoya Sammelani) কর্মসূচির মধ্য দিয়েই রাজ্য জুড়ে জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছে দল। শুধু স্থানীয় স্তরেই নয়, এই কর্মসূচিগুলিতে রাজ্য স্তর থেকেও নেতৃত্ব পৌঁছে যাচ্ছেন।