বিকাশের গুন্ডারা মাথা ফাটাল প্রতিবাদীদের

সিপিএমের (CPIM) আইনজীবী-নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের জন্য সঙ্কটে চাকরি। দ্বিচারিতা করে চাকরি খাচ্ছেন আবার চাকরিহারাদের উসকানি দিচ্ছেন আন্দোলনে

Must read

প্রতিবেদন : সিপিএমের (CPIM) আইনজীবী-নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের জন্য সঙ্কটে চাকরি। দ্বিচারিতা করে চাকরি খাচ্ছেন আবার চাকরিহারাদের উসকানি দিচ্ছেন আন্দোলনে। প্রতিবাদ করলে আবার গুন্ডাও লেলিয়ে দিচ্ছেন। শুক্রবার বিকাশের বিরুদ্ধে নিয়োগে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয়েছিলেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। পাল্টা গুন্ডা এনে চাকরিপ্রার্থীদের উপর চড়াও হন বিকাশরঞ্জন। এই কাজে তাঁর দোসরের ভূমিকায় ছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। দুজনে মিলে নেতৃত্বে গুন্ডাদের নেতৃত্ব দিয়ে প্রতিবাদী চাকরিপ্রার্থীদের উপর হামলা করেন। দুষ্কৃতীদের দিয়ে মারধর করে মাথা, মুখ ফাটিয়ে দেন সাধারণ চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন-ঠিকা জমিতে উত্তরাধিকার স্বত্ব দেওয়া শুরু কলকাতা পুরসভার

এদিন সুপার নিউমেরারি পোস্টে নিয়োগের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আদালত এই মামলায় রাজ্যের অবস্থান স্পষ্ট করতে লিখিত তথ্য তলব করেছে। ৬ মে মামলার পরবর্তী শুনানি। সিপিএমের চাকরিখোর আইনজীবী বিকাশ ভট্টাচার্যের করা এই মামলার জেরে সুপার নিউমেরারি পোস্টেও প্রচুর চাকরি বাতিল হতে পারে। সেই ক্ষোভ থেকেই এদিন দুপুর সাড়ে ৩টে থেকে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। বিকাশ ভট্টাচার্যের চেম্বারের সামন থেকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বাম আইনজীবী ফিরদৌস শামিমের চেম্বারের ঘেরাও করেন তাঁরা।
প্রতিবাদী চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিকাশ ভট্টাচার্য’র মতো কিছু আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হন। শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের চাকরি খেতে উঠে পড়ে লেগেছেন তাঁরা। তাই মামলা লড়ার জন্য বিকাশ ভট্টাচার্য যে ৩৪ লক্ষ টাকা নিয়েছেন, সুদ সমেত ৬০ লক্ষ টাকা ফেরতের দাবি করেন তাঁরা। কিন্তু সেইসময় বিকাশ তাঁর চেম্বারে ছিলেন না। রাত ৮টা নাগাদ বিকাশ আসতেই তাঁকে দেখে চাকরিপ্রার্থীরা উত্তেজিত হয়ে যান। ফিরদৌস-বিকাশের সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি হয় প্রতিবাদীদের। চাকরিপ্রার্থীদের মারতে উদ্যোত হন শামীম। তা দেখে চাকরিপ্রার্থীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার মধ্যেই বিকাশদের সমর্থনে সেখানে হাজির হন তাঁদের জুনিয়ররা। দুপক্ষের মধ্যে বচসার মধ্যে প্রতিবাদীদের কয়েকজনকে ব্যাপক মারধর করে বিকাশ-শামীমের নেতৃত্বাধীন গুন্ডাবাহিনী। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Latest article