মুখ্যমন্ত্রীর সুপারিশপত্র, চাকরি আটকাচ্ছে বিকাশ

প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান কর্মপ্রার্থীরা

Must read

প্রতিবেদন : নিয়োগের সুপারিশপত্র দিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কিছু তৈরি। কিন্তু স্রেফ নোংরা খেলায় নেমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দিয়েছে মামলাবাজ বিকাশ ভট্টাচার্য। যার ফলে ১,২৮০ জন এসএলএসটির যোগ্য চাকরিপ্রার্থী এখনও তাঁদের প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত। এর প্রতিবাদে শুক্রবার ‘হাইকোর্ট চলো’ অভিযান করলেন এসএলএসটির (SLST) বঞ্চিতরা। সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হাইকোর্ট যাওয়ার পথে পুলিশ পথ আটকালে রানি রাসমণিতে চাকরিপ্রার্থীরা অবস্থানে বসে পড়েন। সঙ্গে বসেন কুণালও। চাকরিপ্রার্থীরা স্পষ্ট জানিয়েছেন, অন্যায়ভাবে চাকরি আটকানো হচ্ছে। বিচারপতি বসুর এজলাসে ৬১টি শুনানির পরেও কোনও সুরাহা হয়নি। তাই তাঁরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন। তাঁর সঙ্গে দেখা করতে চান। পুলিশ জানিয়েছে, আগামী সপ্তাহে তাঁদের দাবি মেনে যথাযথ পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এই টানাপোড়েনে একজন মারাও গিয়েছেন। চাকরির সুপারিশপত্র পাওয়া ১,২৮০ জনের বিরুদ্ধে কোনও সিবিআই মামলা নেই। সিপিএম মিথ্যাচার করছে। এঁদেরই ধরনামঞ্চে এর আগে সিপিএম বলেছিল, এঁরা সকলে যোগ্য। এঁদের চাকরি পাওয়া উচিত। অথচ এখন নোংরা খেলায় নেমেছে। কুণাল বলেন, এঁদের দাবি ন্যায্য। মানবিক। সিপিএমের নোংরা খেলায় এদের চাকরি আটকে। বহু আগে থেকেই এঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখেন। ওঁরা এখন পথে নেমেছেন। ফলে আমি আমার মানবিক দায়িত্ববোধ এড়াতে না পেরে সঙ্গে রয়েছি।

আরও পড়ুন- বিজেপির ভুতুড়ে ভোটারে বিরক্ত ভূতেরাও, সামনে আসছে আরও ঘটনা

Latest article