বার্মিংহাম, ২ অগাস্ট : চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে আরও একটি পদক ঘরে তুলল ভারত। মঙ্গলবার পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপো পেলেন ভারতীয় ভারোত্তোলক বিকাশ ঠাকুর। তিনি মোট ৩৪৬ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থানে শেষ করেন। স্ন্যাচ ইভেন্টে ১৫৫ কেজি ওজন তোলার পর ক্লিন অ্যান্ড জার্কে ১৯১ কেজি তুলে রুপো ছিনিয়ে নেন বিকাশ।
আরও পড়ুন-আজ জিতলেই শেষ চারে হরমনপ্রীতরা
এ নিয়ে টানা তিনটি কমনওয়েলথ গেমসের আসরে পদক জিতলেন তিনি। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালে বিকাশ যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তবে বিকাশের পদক জয়ের দিনে হতাশ করলেন আরেক মহিলা ভারোত্তোলক পুনম যাদব। গত দুটি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পুনম এদিন মেয়েদের ৭৬ কেজি বিভাগ থেকে খালি হাতে ফিরেছেন। এদিকে, সোমবার গভীর রাতে ভারোত্তোলন থেকে আরও একটি পদক জিতেছে ভারত। মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পান ভারতীয় ভারোত্তোলক হরজিন্দর কউর। তবে এই পদক জয়ের পথে ভাগ্যের সাহায্য পান হরজিন্দর। নাইজেরিয়ার ভারোত্তোলক জয় ইজে ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টের তিনটি প্রচেষ্টাতেই ব্যর্থ হন। এর ফলেই পদকের দৌড়ে ঢুকে পড়েছিলেন হরজিন্দর।