যোগীরাজ্যে বিএমডব্লিউর সঙ্গে ইনোভার রেষারেষির মাঝে পড়ে মৃত বাইক চালক

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতে রীতিমত জনবহুল এলাকার মধ্যে দিয়ে দুটি গাড়ি তীব্র গতিতে ছুটছিল। দুই গাড়ির চালকই রেষারেষি করছিলেন।

Must read

বিলাসবহুল গাড়ি বিএমডব্লিউ (BMW) এবং একটি ইনোভার (Innova) মধ্যে রেষারেষি হচ্ছিল কিন্তু এই দুই গাড়ির রেষারেষির মাঝে পড়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী। ওই ইনোভা গাড়ির গায়ে ‘ভারত সরকার’ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোগোও লাগানো ছিল। উত্তরপ্রদেশের কিদোয়াইনগর এলাকায় শুক্রবার রাতে একটি বিএমডব্লিউ এবং ইনোভা রেষারেষি শুরু করে। হঠাৎ করেই ইনোভা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা মারে। এর ফলে প্রায় ২০ মিটার দূরে ছিটকে পড়েন বাইক আরোহী এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি।

আরও পড়ুন-নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ, গ্রেফতার ব্যাডমিন্টন প্রশিক্ষক

দেখতে পেয়ে স্থানীয়েরা ওই বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতে রীতিমত জনবহুল এলাকার মধ্যে দিয়ে দুটি গাড়ি তীব্র গতিতে ছুটছিল। দুই গাড়ির চালকই রেষারেষি করছিলেন। তখন বাইকে করে বাড়ি ফিরছিলেন নবীন গুপ্ত নামে এক ব্যক্তি। ইনোভা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটিকে কিন্তু আঘাতের মাত্রা এতটাই বেশি ছিল যে বাইক থেকে নবীন ছিটকে পড়েন। এরপরেই ঘটনাস্থল থেকে উধাও ঘাতক গাড়ির চালক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । দুর্ঘটনার জেরে ওই ইনোভা গাড়ি নম্বরপ্লেট খুলে পড়ে যায়। সেই অবস্থাতেই চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। নম্বরপ্লেট থেকে গাড়ির এবং তাঁর মালিকের খোঁজ পেয়েছে পুলিশ। অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়।

 

Latest article