মুখ্যমন্ত্রীর কথাতেই হল কাজ! মা উড়ালপুলে ২৪ ঘণ্টাই চলাচল করবে বাইক

Must read

কাজ-পরিষেবা-সততার সঙ্গে কোনও আপস নয়। নতুন বছরের শুরুতেই রিভিউ মিটিংয়ে প্রশাসনকে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ে সঠিক কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। বলে দিয়েছিলেন তিনি। একইসঙ্গে উল্লেখ করেছিলেন, “সন্ধের পর মা ফ্লাইওভার (Maa Flyover) বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের শুধুমাত্র একটাই কাজ, বন্ধ করে দেওয়া।” রাজ্যের প্রশাসনিক প্রধানের এই ধমকের ২৪ ঘণ্টা যেতে না যেতেই উঠল নিষেধাজ্ঞা। এখন থেকে ২৪ ঘণ্টাই বাইক নিয়ে মা উড়ালপুল দিয়ে যাওয়া যাবে।

আরও পড়ুন- কেন কৃষকদের ন্যায্য দাবি বিবেচনা করার কথা বলছে না? কেন্দ্রকে ধুয়ে দিল সুপ্রিম কোর্ট

তবে বাইক আরোহীদের জন্য ২৪ ঘণ্টা মা উড়ালপুল (Maa Flyover) খোলা থাকলেও রয়েছে বিধিনিষেধ। বাইকের গতি নিয়ন্ত্রণেই রাখতে হবে, নিয়ম ভাঙলেই হবে জরিমানা। ফ্লাইওভারের নিরাপত্তার ব্যাপার, টেকনিক্যাল দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা। প্রশাসন জানিয়ে দিল, সল্টলেক, সেক্টর ফাইভে একাধিক হাসপাতাল রয়েছে। মেডিকেল ইমারজেন্সি-সহ মানুষের সুবিধার কথা ভেবে ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল মা উড়ালপুল।

Latest article