প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি রয়েছে বাম শাসিত কেরলে। এহেন পরিস্থিতির মাঝেই কেরলের রাজ্যপাল আরিফ খানকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে বিধানসভায় বিল পেশ করল পিনারাই বিজয়ন সরকার। আরিফ মহম্মদ খানকে আচার্য পদ থেকে সরাতে আগেই অর্ডিন্যান্স জারি করেছিল রাজ্য সরকার। তবে সে বিষয়ে রাজ্যপাল কোনওরকম পদক্ষেপ না করায় কেরল সরকারের তরফে ৯ দিনব্যাপী বিশেষ অধিবেশন ডাকা হয় বিধানসভায়। সেখানেই পেশ করা হয়েছে এই বিল।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গেই সর্বাধিক মহিলা জনপ্রতিনিধি, জানাল কেন্দ্র
বুধবার কেরল বিধানসভায় এই বিলটি পেশ করেন কেরলের আইনমন্ত্রী পি রাজীব। বিল উপস্থাপনের সময় বিধানসভার বিরোধী দলনেতা তথা কেরল কংগ্রেসের নেতা ভি ডি সতীসান বিলটির তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এই বিলে আচার্য পদে বসার জন্য প্রয়োজনীয় যোগ্যতার কথা উল্লেখ নেই। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, এই বিলটি বিবেচনার জন্য সাবজেক্ট কমিটির কাছে পাঠানো হবে। ১৩ ডিসেম্বর বিলটি পুনরায় ফিরে আসবে বিধানসভায়। রাজনৈতিক মহল মনে করছে সংখ্যাগরিষ্ঠতার জোরে সহজেই বিলটি বিধানসভায় পাশ হয়ে যাবে। তারপর সেটি পাঠানো হবে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে। কারণ বিধানসভার নিয়ম অনুসারে, কোনও বিল আইনে পরিণত করতে হলে রাজ্যপালের স্বাক্ষর প্রয়োজন। তবে রাজ্যপাল ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি এমন কোনও সিদ্ধান্ত তিনি নেবেন না যেখানে তাঁকে উদ্বিগ্ন হতে হয়।