প্রতিবেদন : শপথ-জট কাটাতে রাজ্যপাল বোসকে ফের চিঠি দিলেন দুই বিধায়ক। রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দুজনেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) হস্তক্ষেপ চেয়েছেন। সোমবার অধ্যক্ষ জানান, দুই বিধায়ক হস্তক্ষেপ চাওয়ায় তাঁদের শপথের আবেদনের চিঠি রাজ্যপালকে ফরোয়ার্ড করেছি। সেইসঙ্গে আমিও একটি চিঠি দিয়ে জানিয়েছি, রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান। নয়ত বিকল্প ব্যবস্থা হিসেবে বিধানসভার অধ্যক্ষকে শপথ গ্রহণ করানোর অথরিটি দিন। শপথের দাবিতে গত কয়েকদিন ধরে টানা বিধানসভা-চত্বরে ধরনায় বসেছেন দুই তৃণমূল বিধায়ক। কিন্তু অযথা গাজোয়ারি ও নিজের ক্ষমতার অপব্যবহার করে শপথে জট পাকিয়ে রেখেছেন রাজ্যপাল। এমনকী মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরেও তার হুঁশ ফেরেনি। এখনও নিজের জেদেই অনড় রয়েছেন তিনি। এই অচলাবস্থা কাটাতে দুই বিধায়ক ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বারবার আবেদন করলেও কর্ণপাত করছেন না।
আরও পড়ুন- তিন কালাকানুন তুলে নেওয়ার দাবি, সিবিআই-ইডির অপপ্রয়োগের বিরুদ্ধে