প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় বারুইপুর পুরসভার নিজস্ব জমিতে মুক্তমঞ্চ গড়ে তোলার কাজ শুরু হল। রবিবার ছিল তার শিলান্যাস ও ভিতপুজো। উপস্থিত ছিলেন বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ষাটোর্ধ্ব শান্তিরামের হাতের জাদুতে জীবন্ত হয়ে উঠছে কারুশিল্প
সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দফতরের কর্মাধ্যক্ষ, বারুইপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাধিপতি, বারুইপুরের পুরপ্রধান, উপপুরপ্রধান-সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান-সহ জনপ্রতিনিধিরা। প্রায় ৩০ কাঠা জমির উপর এক হাজার আসন সম্বলিত আনুমানিক ৩.৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই মুক্তমঞ্চ। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ও বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় বারুইপুরে গড়ে উঠবে এই মঞ্চ। যে সমস্ত জমিদাতা এই প্রকল্পে জমি দিয়ে সহযোগিতা করেছেন তাঁদেরকে একটা করে দোকান ঘর দেওয়ার কথা ঘোষণা করা হয় পুরসভার পক্ষ থেকে।