বার্মিংহাম, ২ অগাস্ট : মীরাবাই চানু তাঁর আদর্শ। জানালেন চলতি কমনওয়েলথ গেমসে মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপোজয়ী ভারতীয় ভারোত্তোলক বিন্দিয়ারানি দেবী। শুধু তাই নয়, তাইকোন্ডো ছেড়ে ভারোত্তোলনে আসার পর, উপযুক্ত জুতো ছিল না বিন্দিয়ারানির। সেই সময় চানুই তাঁকে জুতো কিনে দিয়েছিলেন।
আরও পড়ুন-নতুন পথচলা শুরু ইস্টবেঙ্গলে
২০১২ সালে তাইকোন্ডো ছেড়ে পাকাপাকিভাবে ভারোত্তোলনে চলে আসেন বিন্দিয়ারানি। তাঁর বক্তব্য, ‘‘তাইকোন্ডোতে আমার ব্ল্যাক বেল্ট আছে। যুবস্তরে দেশের প্রতিনিধিত্ব করেছি। কিন্তু উচ্চতা কম হওয়ার জন্য সাফল্য পাচ্ছিলাম না। সেই সময় কয়েকজন আমাকে ভারোত্তোলন করার পরামর্শ দেন। শুরুতে আমার কাছে ভারোত্তোলনের জন্য উপযুক্ত জুতো কেনার টাকা ছিল না। এটা জানতে পেরে চানু
দিদি আমাকে জুতো কিনে দেয়। ইম্ফলের সাই কেন্দ্রে প্র্যাকটিসের সময় আমাকে সব সময় পরামর্শ এবং উৎসাহ দিত। চানু দিদিই আমার আদর্শ।’’
আরও পড়ুন-শিশুদের স্কুলমুখী করতে বৃক্ষসখা উৎসব
এদিকে, কমনওয়েলথে সাফল্য পেলেও ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে বিন্দিয়ারানির অশংগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ তিনি যে ইভেন্টে পদক জিতেছেন, সেই ৫৫ কেজি বিভাগ প্যারিস অলিম্পিকে মেয়েদের ভারোত্তোলনে নেই! সেক্ষেত্রে বিন্দিয়ারানিকে হয় ওজন কমাতে হবে, নাহলে বাড়াতে হবে। যাতে অন্য কোনও বিভাগে অংশ নিতে পারেন।