বিনেশের রুপো আসছে, আশায় বিন্দ্রা, মহাবীর

শনিবার বিনেশ ফোগটের মামলার রায় দেয়নি আন্তর্জাতিক ক্রীড়া আদালত। মঙ্গলবারের আগে রায় জানানো অসম্ভব বলে জানানো হয়েছে।

Must read

প্যারিস, ১১ অগাস্ট : শনিবার বিনেশ ফোগটের মামলার রায় দেয়নি আন্তর্জাতিক ক্রীড়া আদালত। মঙ্গলবারের আগে রায় জানানো অসম্ভব বলে জানানো হয়েছে। আদালতের এই দেরিকেই এখন সবুজ সংকেত হিসেবে ধরছেন অভিনব বিন্দ্রা, মহাবীর ফোগট ও ভারতীয় কুস্তি সংস্থা। তাঁরা আশাবাদী, রুপো আসতে পারে বিনেশের হাতেই।

আরও পড়ুন-হাফডজন পদক নিয়ে ফিরছে ভারত

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও বিশ্ব কুস্তি সংস্থা আগেই জানিয়ে দিয়েছিল, বিনেশের রুপো প্রাপ্য নয়। তবে রায় জানাতে আদালত বিলম্ব করায় আবারও নতুন করে আশায় বুক বাঁধছে দেশ। বিন্দ্রার বক্তব্য, ‍‘‍‘আইন বুঝি না। তাই কী হবে বলাও কঠিন। ধৈর্য ধরতে হবে। ভাল কিছু আশা করে শেষপর্যন্ত ইতিবাচক থাকতে হবে আমাদের।’’ অলিম্পিকে প্রাক্তন সোনাজয়ী শুটার আরও বলেছেন, ‍‘‍‘বিনেশের প্রতি আমার পুরোপুরি সহানুভূতি রয়েছে। ও খুব কঠিন সময় পার করছে। সবাই ওর পাশে থাকুন।’’
ভেঙে পড়েছেন বিনেশের কাকা মহাবীর ফোগটও। নিজের হাতে ভাইঝিকে কুস্তিগির তৈরি করেছেন মহাবীর। তিনিও বলেছেন, ‍‘‍‘আশা বাড়ছে। রায় ইতিবাচক বলে মনে হচ্ছে। আশা রাখছি, ভাল খবর পাব। তবে এটাও বলতে চাই, যে রায়ই আসুক না কেন, বিনেশ আমাদের কাছে সবসময় চ্যাম্পিয়ন। প্যারিসে ওর পারফরম্যান্সে খুশি আমি।’’ একইভাবে রায় বিনেশের পক্ষেই আসবে, আশা করছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনও। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বিনেশের আবেদন খারিজ করেননি। বরং রায় ঘোষণা পিছিয়ে দিয়েছেন। যেটা সবুজ সংকেত।
প্রসঙ্গত, অলিম্পিকের ফাইনালে ওঠার পর অতিরিক্ত ওজনের জন্য বিনেশকে বাতিল করা হয়েছিল। প্রতিবাদে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ জানিয়েছিলেন ভারতের তারকা কুস্তিগির।
ইচ্ছাকৃতভাবে বিনেশের প্রাপ্য পদক চুরি করে নেওয়া হয়েছে বলে অলিম্পিক সংস্থার তীব্র নিন্দা করেছিলেন শচীন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটার।

Latest article