সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রে বায়োডায়ভার্সিটি পার্ক

জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, জেলার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে স্থানীয় অর্থনীতির উন্নয়নও লক্ষ্য।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ডুয়ার্সের আমাজন বলা হয় সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রকে। সারা বছর প্রচুর পর্যটকের আনাগোনা লেগে থাকে। তাই একে ঢেলে সাজতে প্রায় এক কোটি টাকা খরচ করতে চলেছে জেলা প্রশাসন। তৈরি হবে বায়োডায়ভার্সিটি পার্ক। কিছু পরিকাঠামো ছিল, কিছু নতুন ও কিছু সংস্কার করে জেলা প্রশাসন নতুন রূপে তুলে ধরতে চলেছে সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রকে।

আরও পড়ুন-বাঁধ টপকে জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ

মাসতিনেকের মধ্যেই নবরূপে আত্মপ্রকাশ করবে এটি। ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে সিকিয়াঝোরা যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণেও আলাদা করে বরাদ্দ হয়েছে ৫০ লক্ষ টাকা। জঙ্গলের মধ্যে নদীতে নৌবিহারের জন্য নতুন করে নৌকো ও প্যাডেল বোট বাড়ানো হবে। দুটি জেটিও হবে। এখানকার কৃত্রিম ঝর্নাটিকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। হাতি ঠেকাতে হবে মৌচাষ। যার মাধ্যমে আয় বাড়বে স্বনির্ভর গোষ্ঠীগুলোর, যারা এই পর্যটন কেন্দ্রটি পরিচালনা করে। শিশুদের জন্য থাকবে খেলনা রাইড। অতিথিশালাটি ফের খুলে দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী পর্যটকেরা কিনতে পারবেন সৃষ্টিশ্রী স্টল থেকে। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, জেলার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে স্থানীয় অর্থনীতির উন্নয়নও লক্ষ্য।

Latest article