ঠিকাশ্রমিকদের বায়োমেট্রিক হাজিরা, দুর্গাপুর ইস্পাত কারখানা

ঠিকাশ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে শেখ সাহাবুদ্দিন, শেখ আজিমুদ্দিন-সহ সাতজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : জুন মাস থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকাশ্রমিকদের হাজিরাও বায়োমেট্রিক পদ্ধতিতে হবে। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দীর্ঘদিনের এই দাবিতে সিলমোহর দিয়েছেন কর্তৃপক্ষ। সোমবার ডিএসপি-সহ রাষ্ট্রায়ত্ত এনএসপিসিএল পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে জানান আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘এতদিন নির্দিষ্ট গেটপাস দেখিয়ে ঠিকাশ্রমিকরা কারখানায় ঢুকতেন-বেরোতেন। তা নিয়ে একাংশের ক্ষোভ ছিল। কারণ আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে একদল অসাধু ব্যক্তি ঠিকাশ্রমিকদের সঙ্গে নানাভাবে প্রতারণা করত বলে অভিযোগ। তাই কর্তৃপক্ষের কাছে অনেকদিন ধরেই বায়োমেট্রিক হাজিরার দাবি জানাচ্ছিলেন আইএনটিটিইউসির শীর্ষ নেতৃত্ব।”

আরও পড়ুন-বিরাট কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া ইঞ্জিনিয়ারের মুক্তি

ঠিকাশ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগে শেখ সাহাবুদ্দিন, শেখ আজিমুদ্দিন-সহ সাতজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এঁরা আইএনটিটিইউসির কেউ নন বলে জানান ঋতব্রত। ছিলেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিকনেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। ঋতব্রত জানান, এর পরে ঠিকাশ্রমিকদের ওপর অন্যায্য অত্যাচার বন্ধ হবে। তাঁরা হাজিরা নিয়ে সুবিচার পাবেন।

Latest article