বিনোদন

বায়োপিক রকেট্রি দ্য নাম্বি এফেক্ট

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী: ছবির নাম রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (Rocketry: The Nambi Effect), পরিচালক আর মাধবন। হ্যাঁ ‘থ্রি ইডিয়েটস’ খ্যাত বলিউডের অভিনেতা আর মাধবন পরিচালনার জগতে পা রাখলেন এই ছবিটির মাধ্যমে।

মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন বিজ্ঞানী এবং এরোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বিনারায়ণনের জীবনকে কেন্দ্র করে বায়োপিক ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry: The Nambi Effect)। যেখানে নাম্বির কৃতিত্ব, দেশের জন্য তাঁর অবদান এবং দেশের কৃতিত্ব— সবটাই তুলে ধরতে চেয়েছেন পরিচালক। এই ছবির পরিচালনার পাশাপাশি মাধবন নিজে অভিনয়ও করেছেন নাম্বির চরিত্রে। ছবিটির গল্প এবং গানও লিখেছেন অভিনেতা নিজেই।

কেন এমন বিষয় চয়ন এই সম্পর্কে পরিচালক আর মাধবন সংবাদমাধ্যমকে জানান, ‘সিনেমাটি নাম্বিনারায়ণনের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি, তাঁর বিকাশ ইঞ্জিন কখনই ব্যর্থ হয়নি। এটি মানবসম্পদের দক্ষতা এবং বৈজ্ঞানিক উৎকর্ষতার ক্ষেত্রে ভারত কতটা শক্তিশালী সেই বার্তাও বিশ্বকে পৌঁছে দিয়েছে।”

আরও পড়ুন: রথযাত্রায় সংক্রমণ রুখতে পুরীতে আজ বাড়তি কড়াকড়ি

নাম্বির মতো মানুষের কৃতিত্ব না জানাটা বিশ্বের জন্য একটা বৃহৎ ক্ষতি বলে মনে করেন পরিচালক, অভিনেতা আর মাধবন। ইসরো এই নামজাদা বিজ্ঞানী নাম্বিনারায়ণনের জীবন খুব বৈচিত্র্যপূর্ণ। মিথ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ১৯৯৪ সালে। পরে অবশ্য এই মিথ্যে অভিযোগ থেকে তাঁকে মুক্ত করে সুপ্রিম কোর্ট। তাঁর জীবনেরই নানাদিক উঠে আসবে এই ছবিতে। ১২ জুন টাইমস স্কোয়্যারে এই ছবির ট্রেলার লঞ্চ করেন মাধবন। এইদিন তাঁর সঙ্গে ছিলেন স্বয়ং নাম্বিনারায়ণন। এ-ছাড়া ছবিটির গুরুত্ব বুঝে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজনও করেছে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই ছবিতে মাধবন নিজে অভিনয় করেছেন নাম্বির চরিত্রে এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলেছেন। তাঁর লুকসেও রয়েছে বেশ চমক। একেবারে নাম্বির মতোই নিজেকে উপস্থিত করতে চলেছেন তিনি নিজেকে দর্শকের সামনে। এই জন্য নিজের জ লাইন বা চোয়াল পর্যন্ত ভেঙেছেন তিনি। তিনি জানালেন, এটা করতে তাঁর সময় লেগেছে দেড় বছর।

সম্প্রতি মাধবন ঘুরে গেলেন কলকাতা। এখানে এসছিলেন তাঁর ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ ছবির প্রমোশন করতে। মধ্যকলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠকে বললেন, ‘এই ছবির মাধ্যমে পরিচালনায় তাঁর হাতেখড়ি হলেও এরপর আর কোনও ছবি পরিচালনা করবেন না কারণ পরিচালনা তাঁর কাজ নয় তিনি একজন অভিনেতা তাই অভিনয়ের মাধ্যমেই নিজেকে সবার সামনে তুলে ধরতে চান। মেনস্ট্রিম ছবি করলেও আর হিরো হওয়ার বয়স নেই তাঁর তাই এখন আর রোম্যান্টিক হিরো হিসেবে নিজেকে ভাবতে চান না।’
এর আগে এই ছবির পরিচালক ছিলেন অন্য একজন। ব্যস্ততার কারণে তিনি ছবিটি করতে না পারায় মাধবনকে ছবি পরিচালনার দায়িত্ব নিতে হয়। অনেক বাধাবিঘ্ন, বিতর্ক পেরিয়ে অবশেষে মুক্তি পাবে তাঁর পরিচালনার প্রথম এবং তাঁর কথা অনুযায়ী শেষ ছবি। এরপর আবার অভিনয়েই মন দেবেন ম্যাডি।

কলকাতায় ছবির প্রচারে এসে খুশি অভিনেতা। জানালেন, ‘এই শহরের সবকিছুই পছন্দ তাঁর। বহু ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি এবার চান বাংলা ছবিতে অভিনয় করতে। অবশ্যই তার জন্য বাংলাভাষা শিখতে আগ্রহী ম্যাডি।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রিমিয়ার হয়। আগামী ১ জুলাই মুক্তি পেতে চলেছে ইসরোর বিজ্ঞানী এবং এরোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বিনারায়ণনের বায়োপিক ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। হিন্দি ছাড়াও মালয়ালম, তেলুগু এবং কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

24 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago