সংবাদদাতা, আলিপুরদুয়ার : গ্রামবাসীরা সরকারি পরিষেবা পাচ্ছেন কি না তা দেখতে গ্রামে গ্রামে ঘুরলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার (Biplab Sarkar)। বুধবার সকালে মহকুমা শাসক পৌঁছে যান আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের চাপরের পার, চেংপাড়া, শোভাগঞ্জ এলাকায়। গিয়ে তিন গ্রামের প্রায় দেড়শো মানুষের সঙ্গে সরাসরি কথা বলে খোঁজ নিলেন তাঁরা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা। বিশেষ করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার, জনজাতির মানুষরা জাতিগত শংসাপত্র, বয়স্করা পেনশন পাচ্ছেন কিনা তা জানেন। কারও কোনও প্রকল্পের সুবিধা পেতে কোনও সমস্যা হলে, কীভাবে তা দূর হবে তার পথও বাতলে দেন। পাশাপাশি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা তারও খোঁজ নেন। এই প্রসঙ্গে মহকুমা শাসক বিপ্লব সরকার (Biplab Sarkar) বলেন, রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তার খোঁজখবর নিতে গ্রামে গিয়েছিলাম, কেউ সুবিধা থেকে বঞ্চিত থাকলে দ্রুত প্রকল্পের আওতায় আনবার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: দেবকে নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী