বীরাঙ্গনা

ডিজিটাল প্ল্যাটফর্ম 'হইচই'-এর আগামী ওয়েব সিরিজ 'বীরাঙ্গনা'। অভিনয়ে সন্দীপ্তা সেন ও নিরঞ্জন মণ্ডল। নির্ঝর মিত্র পরিচালিত এই ক্রাইম থ্রিলারের ট্রেলার সামনে এসেছে। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

পরপর খুন! তিন মহিলা। ফাল্গুনী সাধুখাঁ, শ্রেয়া ঘোষ, তানিয়া গুপ্ত। সম্ভবত কেউ তাদের বিষ খেতে বাধ্য করছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য হাজির এক বীরাঙ্গনা। পুলিশ ইন্সপেক্টর চিত্রা বসু। তাঁর ভয়ে কাঁপে গোটা শহর। অপরাধীদের উচিত শিক্ষা দেন। শহর জুড়ে খোঁজ চালান অধরা খুনির। ভয়ঙ্কর সিরিয়াল কিলারের। যিনি পরপর মহিলাদের খুন করে চলেছে। তাকে দ্রুত পাকড়াও করতে তৎপর ইন্সপেক্টর চিত্রা বসু। তাঁর ধারণা, এই ধরনের খুনের ঘটনা আরও ঘটতে পারে। তার আগে হাতেনাতে ধরতে হবে অপরাধীকে। শেষপর্যন্ত কী হয়, জানার জন্য দেখতে হবে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এর আগামী ওয়েব সিরিজ ‘বীরাঙ্গনা’।

আরও পড়ুন-এমনই বরষা

সামনে এসেছে এই ক্রাইম থ্রিলারের ঝকঝকে ট্রেলার। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিপুল আগ্রহ।
সোশাল মিডিয়ায় ট্রেন্ড করছে ট্রেলার৷ ক্যাপশনে লেখা, ‘সিঁদুরের লাল রং মুছে যাচ্ছে রক্তের দাগে আর সানাইয়ের সুর পরিণত হচ্ছে কান্নায়। শহরকে এক সিরিয়াল কিলার-এর আতঙ্ক থেকে কি বাঁচাতে পারবে চিত্রা বসু? আসছে বীরাঙ্গনা সত্যের সন্ধানে।’
নির্ঝর মিত্র পরিচালিত এই নতুন সিরিজের ঘোষণা হয়েছিল বহু আগেই। সেই সময়েই জানা গিয়েছিল, সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন। ছোটপর্দার দুর্গা তিনি। এবার ইন্সপেক্টর চিত্রা বসুর ভূমিকায়। ট্রেলারে তাঁর উপস্থিতি দর্শকদের মন জিতে নিয়েছে। সন্দীপ্তাকে আগে এইরকম চরিত্রে দেখা যায়নি। তাঁর চরিত্রের অনেকগুলি স্তর রয়েছে। জানা গেছে, চিত্রার মা নেই। একা বাবার কাছে বড় হয়েছেন তিনি। সেই কারণেই চিত্রা ভীষণ সাহসী আর যে কোনও পরিস্থিতিতেই একা লড়াই করে নিতে পারেন। ছিনিয়ে আনতে পারেন জয়।

আরও পড়ুন-চিকিৎসা শিক্ষায় হিন্দি চাপানোর অপচেষ্টা, মধ্যপ্রদেশেই মুখ থুবড়ে পড়ল বিজেপি সরকার

নিজের চরিত্র নিয়ে সংবাদমাধ্যমের সামনে সন্দীপ্তা বলছেন, ‘বীরাঙ্গনায় চিত্রার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের মধ্যে অনেকটা বদল আনতে হয়েছে। একজন মহিলা পুলিশ অফিসার হিসেবে আমাকে প্রথমবার দেখবেন দর্শকেরা। আমায় বহুবার নো মেকআপ লুকে অর্থাৎ কোনও রূপটান ছাড়াই দেখানো হয়েছে। একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে। পুলিশের পোশাক পরেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে অধিকাংশ সময়। শারীরিক এমনকী মানসিকভাবে এই চরিত্রটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। নির্ঝর মিত্রকে অনেক ধন্যবাদ আমায় এরকম একটা চরিত্রে সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি চিত্রাকে দর্শকদের কেমন লাগল, সেটা জানার জন্য।’
সোশ্যাল মিডিয়ার যুগে এক স্বাধীন পেশার নাম ‘ডিজিটাল ক্রিয়েশন’। এই কাজটি যাঁরা করে থাকেন তাঁরা হলেন ‘ডিজিটাল ক্রিয়েটর’। নিজের ছন্দে নিজেকে জনদরবারে মেলে ধরার এক স্বাধীন পেশা এটা। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে তাঁরা তা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন৷ এঁদের মধ্যে ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডল অন্যতম। মোবাইলের রিল স্ক্রোল করতে করতে তাঁর ভিডিও এলেই মুখে হাসি ফোটে দর্শকদের। ইতিমধ্যেই বিভিন্ন স্বাদের কনটেন্ট বানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন। নিরঞ্জন প্রথমবার পা রাখছেন ওটিটির পর্দায়। ‘বীরাঙ্গনা’ ওয়েব সিরিজে নতুন ভূমিকায় তাঁকে দেখার জন্য মুখিয়ে দর্শকেরা। এখানে তিনি অভিনয় করছেন চিরায়ু তালুকদারের চরিত্রে। চরিত্রটি মূলত একজন খলনায়কের। তাকে পাকড়াও করতে পুলিশ অফিসারকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। ট্রেলারে নিরঞ্জনের স্মার্ট লুক প্রশংসা পেয়েছে। নজর কেড়েছে সন্দীপ্তার সঙ্গে তাঁর কেমিস্ট্রি এবং লুকোচুরি খেলা। জানা গেছে, খলনায়ক হলেও, চিরায়ু ভীষণ ভদ্র, নরম স্বভাবের, ঠান্ডা মাথার, সুভাষী একজন মানুষ। শহরের বেশকিছু মহিলা একের পর এক খুন হয়ে যায়। এমন মহিলারাই খুন হয়, যারা বিয়ে করতে যাচ্ছে। কিন্তু তাদেরই কেন খুন করা হচ্ছে? অপরাধটা কোথায়? এর পিছনে চিরায়ুর কোনও ভূমিকা আছে কি? নাকি আছেন অন্য কেউ? উত্তর লুকিয়ে রয়েছে সিরিজের অন্দরমহলে।

আরও পড়ুন-চিকিৎসা শিক্ষায় হিন্দি চাপানোর অপচেষ্টা, মধ্যপ্রদেশেই মুখ থুবড়ে পড়ল বিজেপি সরকার

নিজের চরিত্র নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিরঞ্জন বলেছেন, ‘আমার কাছে যেন এখনও সবটা অবিশ্বাস্য লাগছে। ভীষণভাবে উচ্ছ্বসিত। তবে একটু ভয়ও করছে। হইচই আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। সেইসঙ্গে নির্ঝরদা এই চরিত্রটার জন্য আমার উপর ভরসা করেছেন। ভেবে ভাল লাগছে। এই চরিত্রটা খুব গভীর এবং আবেগপ্রবণ। সোশ্যাল মিডিয়ায় মানুষ আমায় যেভাবে চেনেন তার থেকে সম্পূর্ণ আলাদা। এই অভিনয়টা একেবারেই আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে করা। এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। এখানে থেকে আমি শিখছি, বাড়ছি।’
সন্দীপ্তা সেন এবং নিরঞ্জন মণ্ডল ছাড়াও সিরিজে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আদিত্য সেনগুপ্ত, প্রতীক দত্তকে। সবমিলিয়ে জমজমাট ক্রাইম থ্রিলার হতে চলেছে ‘বীরাঙ্গনা’। ২৫ জুলাই হাজির হবে দর্শকের সামনে।

Latest article