পোশাক শিল্পীদের উৎসাহ দিলেন মন্ত্রী বীরবাহা

কথা বলেন মহিলাদের সঙ্গে। রেডিমেড কিছু পোশাকও এখানে তৈরি হচ্ছে। সেটি দেখে নতুন কিছু পরিকল্পনা নিয়েও মহিলাদের সঙ্গে আলোচনা করেন।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যেই তৈরি হচ্ছে স্কুলের পোশাক। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই স্কুলের পোশাক তৈরির বরাত পেয়েছেন। কীভাবে কাজ করছেন মহিলারা? তাঁদের প্রয়োজনীয়তা জানতেই রবিবার পূর্বস্থলীর দক্ষিণ শ্রীরামপুরের সর্বজয়া মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিতে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ।

আরও পড়ুন-স্বচ্ছতার স্বার্থে স্ক্যান করা হবে পরীক্ষার্থীদের মুখ এবং সই, টেটে এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পোশাক তৈরির কাজ ঘুরে দেখেন বীরবাহা। কথা বলেন মহিলাদের সঙ্গে। রেডিমেড কিছু পোশাকও এখানে তৈরি হচ্ছে। সেটি দেখে নতুন কিছু পরিকল্পনা নিয়েও মহিলাদের সঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে পূর্বস্থলীর সর্বজয়া মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উদ্বোধন হয়। এরপর থেকেই জোরকদমে চলছে কাজ। মেশিনে করতে করতে মহিলা কর্মীরা জানালেন, রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।

Latest article