বিজেপির দিল্লিতে গ্রেফতার বীরভূমের পরিযায়ী শ্রমিক!

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: বাংলা বললেই বাংলাদেশি? এতটাই বাংলা-বিদ্বেষ বিজেপির? কবিগুরু, নজরুল, নেতাজি, বিবেকানন্দের বাংলা ভাষা বিজেপি জমানায় উপেক্ষিত, অসম্মানিত। বাংলা বললেই অপরাধীর তকমা দিয়ে বাঙালিদের গ্রেফতার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আরও একবার এমনই ঘটনার সাক্ষী হল রাজধানী দিল্লি। বীরভূমের আদি বাসিন্দা পরিযায়ী শ্রমিক দানিশ শেখ তাঁর স্ত্রী সোনালি শেখ ও দুই সন্তানকে নিয়ে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে এসে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়েছেন দিল্লি পুলিশের হাতে। বিজেপি শাসিত রাজ্য দিল্লির রোহিনী থানায় বীরভূমের এই সংখ্যালঘু পরিবারের সদস্য দানিশ শেখ এবং তাঁর স্ত্রী ও সন্তানদের আটকে রাখা হয়। এরপরে ভারতীয় নাগরিক হওয়া সত্বেও গায়ের জোরে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বাগিরহাটে। এই ঘটনা প্রথম নয়, বিজেপি শাসিত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ গুজরাট এবং ওড়িশায় একইভাবে বাংলার শ্রমিকরা চরম হেনস্থার স্বীকার হচ্ছে বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। বীরভূমের বাসিন্দা এই দানিশ শেখের পরিবার যে বর্বতার স্বীকার হয়েছে তার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। দানিশ তাঁরই জেলার বাসিন্দা। শামিরুল বিজেপিকে নিশানা করে বলেন, বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে অন্যায় কবে বন্ধ হবে? কবে বিজেপি বুঝবে এই পরিযায়ী শ্রমিকরা সত্যিকার ভারতীয় নাগরিক? বাংলাদেশি তকমা দিয়ে গায়ের জোরে তাঁদের নির্বাসিত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই ঘটনায় আইনি লড়াই ইতিমধ্যেই শুরু হয়েছে জানান শামিরুল। বাঙালি শিক্ষিত সমাজ এবং ভারতীয় নাগরিকরা যাতে এই বিজেপির এই হিংসা এবং বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হন, এই আবেদন করেছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম।

আরও পড়ুন-বিজেপির অসমে হিন্দু-বিতাড়ন, ২১৮টি পরিবারকে উচ্ছেদ একদিনেই

Latest article