ভারতেও ছড়াচ্ছে বার্ড ফ্লু, জারি সতর্কতা

তবে এবার ভারতেও ক্রমশ ছড়াচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু একটি বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়।

Must read

মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বার্ড ফ্লুর প্রভাব এখন তুঙ্গে। তবে এবার ভারতেও ক্রমশ ছড়াচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু একটি বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। ভারতে আগে H5N1 এবং H7N9 ইনফ্লুয়েঞ্জা প্রকাশ্যে আসে। তবে এখন H5N2 বেশি ধরা পড়েছে। এই ভাইরাসের সূত্র মূলত পাখিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার A (H5N1) স্ট্রেন এখন বিশ্বজুড়ে জুনোটিক প্রাণী মহামারী। বেশ কয়েকটি দেশে সংক্রমিত হয়েছে অজস্র প্রাণী। তবে এই ভাইরাসটি মানুষের থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে সেই নিয়ে এখনও সঠিক কিছু জানা যায় নি। কিন্তু সতর্কবার্তা হিসেবে বলা হচ্ছে, যারা সংক্রমিত প্রাণীর সংস্পর্শে থাকেন, তাদের জন্য কিছুটা হলেও ঝুঁকি থেকেই যায়।

আরও পড়ুন-ঢাকায় হরিজন সম্প্রদায়ের উচ্ছেদ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি শিশুর মধ্যে দেখা গেছে H5N1 সংক্রমণ। শিশুটি সবে কলকাতায় ফিরেছিল অস্ট্রেলিয়া ঘুরে। মেস্কিকোর এক ব্যক্তি কিছুদিন আগে মারা গেছেন যার মধ্যে পাওয়া গেছে H5N2 সংক্রমণ। ভারতের চারটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং ঝাড়খন্ডে বার্ড ফ্লু – এর প্রভাব বেশ ভালই হয়েছে। পশ্চিমবঙ্গে আপাতত চার বছর বয়সী এক শিশুর শরীরে পাওয়া গেছে H5N2 ভাইরাস। উত্তরবঙ্গের বাসিন্দা এই শিশুটির বাড়িতে হাঁস এবং মুরগির খামার ছিল। সেখান থেকেই সংক্রমণ বলে মনে করা হচ্ছে। তবে শিশুটি ছাড়া পরিবারের কেউ সংক্রমিত হননি।

Latest article