সীমান্তে ধৃত পাখি পাচার চক্রের পাণ্ডা

জয়দেবের বাড়ি গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের কলাপোতায়। জেরায় জানা যায়, পাখিগুলো বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকেছে এদেশে।

Must read

সংবাদদাতা, বসিরহাট : ভারত-বাংলাদেশ সীমান্তে ইটিন্ডার কলবাড়ি এলাকা থেকে শতাধিক দেশি পাখি সমেত আন্তর্জাতিক পাখি পাচারচক্রের এক পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে শতাধিক খাঁচাবন্দি বাবুই পাখি-সহ জয়দেব দাস নামে ওই পাখি পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে বসিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন-ঘুমিয়েই ৬ লাখ টাকা জিতে নিলেন শ্রীরামপুরের তরুণী

জয়দেবের বাড়ি গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের কলাপোতায়। জেরায় জানা যায়, পাখিগুলো বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকেছে এদেশে। কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এর সঙ্গে আন্তর্জাতিক পাখি পাচারকারী চক্রের যোগ আছে বলে পুলিশের অনুমান। উদ্ধার হওয়া পাখিগুলো বসিরহাটের বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। শারীরিক পরীক্ষার পর সটলেকের বনবিতানে নিয়ে যাওয়া হবে তাদের। তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Latest article