নয়াদিল্লি : জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ আইনের ৩ নম্বর ধারা সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী শীতকালীন অধিবেশনেই আসতে চলেছে আরও একটি নতুন বিল। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া দেশের নাগরিকদের জন্ম ও মৃত্যু সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারবেন। সেই তথ্য দেশের জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআর আপডেট করার কাজে ব্যবহার করা হবে। বিলের খসড়া ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। গত অক্টোবরেই বিলটি জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন-ধর্ষিতা নাবালিকাকে ফের ধর্ষণ শিক্ষকের!
সংশোধনের প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, ‘‘জাতীয় স্তরে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে সেই তথ্য ব্যবহার করা হতে পারে নাগরিকত্ব আইন ১৯৫৫ এর আওতাধীন এনপিআর, জনপ্রতিনিধি আইন ১৯৫১ এর আওতাধীন ভোটার তালিকা, ২০১৬ এর আওতায় আধার কার্ডের তথ্য ভাণ্ডার, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর আওতাধীন রেশন কার্ডের তথ্য ভাণ্ডার, পাসপোর্ট আইনের আওতায় পাসপোর্টের তথ্য ভাণ্ডার এবং মোটর ভেহিক্যালস আইন ২০১৯ এর আওতায় ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ এবং জাতীয়স্তরে অন্যান্য তথ্য ভাণ্ডার তৈরির কাজে।