প্রয়াত হলেন বিষ্ণু পালচৌধুরি

৬ ডিসেম্বর কলকাতায় ফেরার পরেই শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়

Must read

প্রতিবেদন : প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান পরিচালক বিষ্ণু পাল চৌধুরি। বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইও গিয়েছিলেন পরিচালক।

আরও পড়ুন-চিংড়িহাটা সড়ক দুর্ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী, দিলেন ক্ষতিপূরণের আশ্বাস

৬ ডিসেম্বর কলকাতায় ফেরার পরেই শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত, নয়ের দশকে জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’র হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতিলাভ করেন পরিচালক বিষ্ণু। ধারাবাহিকটি অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, “খুবই শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। মুম্বই থেকে ফিরে মঙ্গলবার মধ্যরাতেই তাঁকে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হয়। তার পর আর জ্ঞান ফেরেনি।” এই মুহূর্তে বোড়ালে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ। সেখানেই হবে শেষকৃত্য।

Latest article