সংবাদদাতা, বিষ্ণুপুর : ধুমধাম করে শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলা। ২১ ডিসেম্বর মেলার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা এবার ৩৬তম বর্ষে। প্রতিবারই ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মেলা হয়। এবার মুখমন্ত্রীর নির্দেশে মেলা শুরু হবে একুশে, চলবে ন’দিন ধরে। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মেলার উদ্বোধন হতে চলেছে। এই মেলার সঙ্গে সবলা মেলা যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও যে মেলা উদ্বোধন করার জন্য সময় দিচ্ছেন, তাতে সকলেই খুশি। মেলা নয়দিনের হওয়ায় হস্তশিল্পীরা আরও জিনিসপত্র বিক্রিবাটার সুযোগ পাবেন।
আরও পড়ুন-লোকসভা ভোটের আগেই উন্নয়নের কাজ শেষ করতে সাংগঠনিক সভা
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি জিনিসপত্র নিয়ে মেলায় আসেন। এবার হস্তশিল্পীদের জন্য ২০৮টি স্টল করা হচ্ছে। মেলায় এবারেও দুটি মঞ্চ থাকছে— একটি যদুভট্ট মঞ্চ ও অপরটির রামানন্দ মঞ্চ। মঞ্চে যেসব অনুষ্ঠান হবে তার অডিশন চলছে, বিষ্ণুপুর রামশঙ্কর মুক্তমঞ্চে ১৩ ডিসেম্বর থেকে। শিল্পীদের জন্য অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়। জেলার প্রায় ৭০০ শিল্পীর আবেদন জমা পড়েছে। বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয়সঙ্গীত বিশেষ প্রাধান্য পাবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা আসছেন নৃত্য ও সঙ্গীতের পরীক্ষা নিতে। প্রতি বছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসায় বিষ্ণুপুর মেলা আন্তর্জাতিক মেলা হয়ে উঠেছে। শুক্রবার সকালে মহকুমাশাসক মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। মেলায় মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন।