বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর মোড়। এবার বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অলঙ্কার। আনুমানিক মূল্য পুলিশ না জানায়নি। মনে করা হচ্ছে, কয়েকশো গ্রাম সোনা মজুত ছিল ওই লকারে।
আরও পড়ুন-তৃণমূলে সক্রিয় হলেন শিখা মিত্র, ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক যোগদান
প্রায় ১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতিকাণ্ডে শ্যামাপ্রসাদের পর গ্রেফতার করা হয় তাঁর সহযোগী রামশঙ্কর মোহান্তিকে। তাকে জেরা করে বিষ্ণুপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম পায় পুলিশ। রামশঙ্কর মোহান্তির নামে নেওয়া ওই ব্যাঙ্কের লকারে বিপুল পরিমাণ অলঙ্কারের খোঁজ পায় তদন্তকারীরা। রামশঙ্কর জেরার মুখে স্বীকার করেছে এই অলঙ্কারগুলি আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তিনি বেনামে ওইসব অলঙ্কার জমা রেখেছিলেন রামশঙ্করের নামে ভাড়া নেওয়া ব্যাঙ্কের লকারে।
আরও পড়ুন-জন্মাষ্টমী দেশের নানা প্রান্তে, ভারতের বাইরেও
অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক আকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখতে গিয়ে রীতিমত চক্ষু চড়কগাছ তদন্তকারী আধিকারিকদের। এছাড়া শ্যামাপ্রসাদের ছেলে ও মেয়ের নামে থাকা একাধিক ব্যাঙ্ক আকাউন্টে কোটি কোটি টাকা জমা রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। সেই টাকার উৎসব কী তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।