সম্প্রীতির বার্তা দিতে বসানো হল বিশ্ব বাংলার লোগো

উল্লেখ করা যেতে পারে, প্রায় আট বছর ধরে এই পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে।

Must read

সংবাদদাতা, সামশেরগঞ্জ : ‘আমরা সংহতির পক্ষে’ শীর্ষক শিরোনামে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিশ্ববাংলার লোগো উদ্বোধন করা হল সামশেরগঞ্জের পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে। শুক্রবার সন্ধ্যায় লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিশিষ্টজনদের উপস্থিতিতে। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বিশ্ববাংলার এই লোগো।

আরও পড়ুন-রিভার ক্রুজে চেপে দেখা যাবে মুর্শিদাবাদের ইতিহাস

উল্লেখ করা যেতে পারে, প্রায় আট বছর ধরে এই পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। খেলা দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শক। তাঁদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ফিডার ক্যানেল মাঠ সুসজ্জিত করার পাশাপশি পাশেই বিনোদনের জন্য শিশুদের পার্ক নির্মাণের কাজ চলছে। এরই মাঝে দর্শক এবং আমজনতার উদ্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই বিশ্ববাংলার লোগো উন্মোচন করা হল পুটিমারি ফিডার ক্যানেল ময়দানে। বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Latest article