প্রতিবেদন : ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিলের মাধ্যমে এ বছর পুজো শুরুর ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৃজনশীলতার পাশাপাশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই শারদ উৎসবকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৩ সাল থেকে তথ্য-সংস্কৃতি দফতর দুর্গাপুজোর সেরা সম্মান বিশ্ববাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharad Samman 2022) পুরস্কার চালু করেছে। ঐতিহ্য মেনে এ বছরও কলকাতা ও সংলগ্ন এলাকা, অন্যান্য জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের পুজোগুলির মধ্য থেকে বাছাই করা পুজোগুলিকে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ দেওয়া হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য থাকছে একাধিক ক্ষেত্রে পুরষ্কার। তার মধ্যে রয়েছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজচেতনা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা বিভাগ। এছাড়া রাজ্যের ২২টি জেলার জন্য থাকছে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজসচেতনতা বিভাগ। সোমবার ১৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে। অফলাইনেও আবেদন করা যাবে। জেলার নির্বাচিত পুজো কমিটিগুলির নাম আগামী ১ অক্টোবর জেলায় জেলায় ঘোষণা করা হবে। ওইদিনই কলকাতার পুজো কমিটিগুলির নামও ঘোষণা করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা তথ্য কেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে। এর পাশাপাশি মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় আগামী ৭ অক্টোবর কার্নিভাল অনুষ্ঠিত হবে। কলকাতার ক্ষেত্রে রেড রোডে কার্নিভাল হবে আগামী ৮ অক্টোবর।
আরও পড়ুন-মিডিয়ায় বিচারপতি, তাহলে বিচার নিয়েও কেন সংবাদমাধ্যমে বলা যাবে না!
এক নজরে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ (Biswa Bangla Sharad Samman 2022)
* আবেদন করা যাবে অফলাইন ও অনলাইনে
* www.egiyebangla.gov.in, www.wb.gov.in, www.bbss.wb.gov.in ওয়েবসাইটে মিলবে রেজিস্ট্রেশন ফর্ম
* কলকাতা তথ্যকেন্দ্র থেকেও মিলবে আবেদনপত্র
* ১৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, রেজিস্ট্রেশন উইন্ডো খোলা থাকবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত
* সারাদিন যে কোনও সময়ে আবেদন জানান যাবে
* ১ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে
* জেলার পুজো কমিটিগুলির নাম ওইদিনই জেলায় জেলায় ঘোষণা করা হবে
* ৭ অক্টোবর জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হবে
* ৮ অক্টোবর রেড রোডে কার্নিভাল