বঙ্গ

বিশ্ববাংলা শারদসম্মান

প্রতিবেদন : বিশ্ববাংলা শারদসম্মান ২০২৪ ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার মহাষষ্ঠীর দিন তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে কলকাতা ও কলকাতা সংলগ্ন মোট ১০৬টি পুজো কমিটিকে এই সম্মান দেওয়া হল। পুরস্কার ঘোষণা করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার এবং সেরা থিম সং বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ১. সেরার সেরা ৩২টি পুজো কমিটি। ২. সেরা সাবেকি পুজো ৬টি। ৩. সেরা মণ্ডপ ৫টি। ৪. সেরা প্রতিমা ৩টি। ৫. সেরা ভাবনা ১৫টি। ৬. সেরা পরিবেশবান্ধব ১৪টি। ৭. বিশেষ পুরস্কার ৩০টি। ৮. বিশ্ববাংলা পুজোর সেরা গান ১টি-কে সম্মান প্রদান করা হয়।
পাশাপাশি কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৪ প্রদান হচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী পুজোগুলির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিগণ ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪’-এর বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেছেন। এ বছর অন্যান্য রাজ্য এবং দেশ-বিদেশের পুজো কমিটিগুলির কাছ থেকে অন-লাইনের মাধ্যমে আবেদনপত্র চাওয়া হয়েছিল।
সম্মান প্রদান অনুষ্ঠান থেকেই মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, কলকাতার রেড রোডে ‘দুর্গাপূজা কার্নিভ্যাল’ আগামী ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আগামী ১৪ অক্টোবর অন্যান্য জেলাতেও কার্নিভাল হবে। মন্ত্রী বলেন, শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা ও আপামর জনসাধারণের অংশগ্রহণে শারদোৎসব বাংলার সংস্কৃতিকে দিন-দিন বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক করে তুলেছে। শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সম্মান প্রদান অনুষ্ঠান হচ্ছে। উৎসাহ পাচ্ছেন বাংলার শিল্পীরা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে বাংলা। প্রতি বছরই বাড়ছে আবেদনের সংখ্যা। পুজো অনুদানের জন্য যেমন আবেদন বাড়ছে, তেমনি বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকায় নিজেদের পুজো রাখার জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না উদ্যোক্তরা।

আরও পড়ুন- যোগীরাজ্যে বিজেপি বিধায়ককে সপাটে চড় আইনজীবীর

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

54 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago