সংবাদদাতা, বনগাঁ : কাজ না করলে নেতা-কর্মীদের পদ ছেড়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার নবনির্বাচিত তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস (Biswajit Das)। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সর্বক্ষণ দলের কল্যাণে, মানুষের জন্য ছুটে বেড়াচ্ছেন। আপনারা যদি মনে করেন ওঁরা সব করে দেবেন, আপনারা ঘরে বসে তার সুফল ভোগ করবেন তাহলে ভুল ভাবছেন। সবাইকে কাঁধে কাঁধ লাগিয়ে দলের জন্য, মানুষের জন্য ময়দানে নামতে হবে। না হলে পদ ছেড়ে দিন।’ সভাপতি পরিবর্তনের পর বুধবার জেলার প্রথম সাংগঠনিক সভায় এসে নেতা-কর্মীদের এই বার্তা দেন তিনি। নীলদর্পণ অনুষ্ঠান গৃহের সভায় জেলার প্রবীণ-নবীন তৃণমূল নেতা-কর্মীদের একসঙ্গে দেখা গেল। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, জেলা নেতাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আর নেই। বিশ্বজিৎবাবু (Biswajit Das) ছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রধান গোপাল শেঠ, প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য-সহ দলের সব নেতা-নেত্রী। ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। নারায়ণবাবু বলেন, ‘বনগাঁ এখন পাখির চোখ। এমনভাবে কাজ করতে হবে যাতে প্রতিটি মানুষের ঘরে মুখ্যমন্ত্রীর উন্নয়ন পৌছে যায়। গত লোকসভা-বিধানসভা নির্বাচনে বিরোধীরা ভাল ফল করেছিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বনগাঁয় সব ক’টি পঞ্চায়েত আমাদের দখলে আনতে হবে। এরপর বনগাঁ লোকসভাও আমাদের দখলে আনব।’ বনগাঁ সাংগঠনিক জেলায় দুজন সভাপতিকে বদলে দল তৃতীয় ব্যক্তি হিসেবে বিশ্বজিৎকে নিয়ে এসেছে। রাজনৈতিক জমি পুনরুদ্ধার করাই একমাত্র লক্ষ্য নতুন সভাপতির।
আরও পড়ুন: আরও একটি নয়া ভবন পেল সূর্য সেন মহাবিদ্যালয়