প্রতিবেদন : নিজের দলেই বড় চ্যালেঞ্জের মুখে ওড়িশায় টানা ২৪ বছর মুখ্যমন্ত্রী থাকা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। রাজ্যে বিজেপির কাছে ক্ষমতা হারানোর এক বছরের মধ্যেই ভাঙনের মুখে বিজু জনতা দল। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে দলের একটি অংশ।
জানা যাচ্ছে, গত সপ্তাহে বিজেডির ১৩ জন প্রথম সারির নেতা রাজধানী ভুবনেশ্বরের একটি হোটেলে নবীনকে বাদ দিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, দলের একাংশের বিদ্রোহী হয়ে ওঠার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন বিজেডি প্রধান নবীনও।
আরও পড়ুন-এবার ট্রাম্প প্রশাসনের চাপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিত হল
বিজেডিতে তথাকথিত বিদ্রোহীদের নেতা তথা তিনবারের বিধায়ক নৃসিংহ সাহু বৈঠকের কথা স্বীকার করে বলেছেন, আমরা কে কার সঙ্গে দেখা করব, তা নিয়ে কেউ নির্দেশ চাপিয়ে দিতে পারেন না। আমাদেরও স্বাধীনতা আছে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার। সরাসরি কারও নাম না করলেও তাঁর নিশানায় ছিলেন স্বয়ং দলের প্রধান নবীন। এর পাশাপাশি প্রবীণ বিজেডি নেতা এবং আটবারের বিধায়ক রণেন্দ্রপ্রতাপ সোঁয়াই সোমবার নবীনকে পাঠানো চিঠিতে লিখেছেন, কয়েকজন ব্যক্তি বিজেডিকে হাইজ্যাক করতে নেমে পড়েছেন। আমরা তা হতে দেব না। এক্ষেত্রে রণেন্দ্রপ্রতাপ নবীন পট্টনায়েক ঘনিষ্ঠ প্রাক্তন আইএএস অফিসার পান্ডিয়ানকে নিশানা করেছেন বলে রাজনৈতিক মহলের অনুমান। শুধু তাই নয়, রাজ্যসভা সাংসদ দেবাশিস সামন্তরায় এবং প্রাক্তন মন্ত্রী প্রতাপ জেনা, বিধায়ক প্রফুল্ল শ্যামল ও বদ্রী পাত্র ওয়াকফ বিল নিয়ে সংসদে অস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য দুষেছেন নবীনকে।